গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১। পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচীকে।
২। সরন্দীপ বা শ্রলীংকাকে (আদম (আঃ)-এর অবতরণ স্থল।)
৩। ভারতের গুজরাটকে।
৪। মক্কা থেকে মুহাদ্দিছগণ এখানে আগমন করেন বলে।
৫। চট্টগ্রাম বন্দরকে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী) :
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি) :
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
বটতলী বাজার, জয়পুরহাট ২০ এপ্রিল শুক্রবার : অদ্য বিকাল ৩-টায় যেলা ক্ষেতলাল থানাধীন বটতলী বাজারস্থ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর যেলা কার্যালয়ে এক ‘সোনামণি’ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও ‘সোনামণি’র প্রধান উপদেষ্টা মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে মুনায়েম হুসাইনকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট সোনামণি যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও যেলা ‘সোনামণি’-এর উপদেষ্টা আমীনুল ইসলাম।
পাজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ১লা মে মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব পাজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে যেলা ‘আন্দোলন’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুহাম্মাদ হাফীযুর রহমানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
ক্ষুদ্র জামিরা, চারঘাট, রাজশাহী ১৯ মে শুক্রবার : অদ্য বাদ আছর ক্ষুদ্র জামিরা সোনাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’ রাজশাহী-দক্ষিণ সাংগঠনিক যেলার সাহিত্য ও পাঠাগার সম্পাদক খুরশেদ আলম।
আশাশুনি, সাতক্ষীরা ২৯ মে মঙ্গলবার : অদ্য বাদ আছর বুধহাটা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আশাশুনি উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক হাবীবুল্লাহ বাহার-এর সভাতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক জনাব কেরামত আলী, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক মুযাফফর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা শফিউল আলমকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ আশাশুনি উপযেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি যেলা পরিচালক হাফীযুর রহমান।
অধম মানুষ
হুরমা খাতুন
গড়ের কান্দা, বাঁকাল, সাতক্ষীরা।
জন্ম নিয়েছি পৃথিবীতে
হয়েছি সৃষ্টির সেরা মানুষ
দুনিয়ার মোহে হয়েছি বিভোর
এখনও আমার ফেরেনি হুঁশ।
হালাল-হারাম দেখলাম না
খাইলাম প্রাণ ভরে।
শিরক-বিদ‘আত মানলাম না
পুণ্যের আশা করে।
আপন-পর চিনলাম না
স্বার্থের লোভে পড়ে
ছালাত-ছিয়াম করলাম না
শয়তানের দলে ভীড়ে।
সূদ-ঘুষ ছাড়লাম না
দেশে চলছে বলে
ওশর-যাকাত দিলাম না
অর্থ কমে যাবে বলে।
গান-বাজনা ছাড়লাম না
শুনলাম বিভোর হয়ে,
কুরআন-হাদীছ পড়লাম না
থাকলাম টিভি-ভিসিআর নিয়ে।
প্রতিবেশীর সঙ্গে মিশলাম না
মূর্খ ও গরীব তাই
আত্মীয়তা ছিন্ন করলাম
পরিচয় দিতে লজ্জা পাই।
সৃষ্টির সেরা জীব হ’লেও আমি
হ’তে পারিনি আসল মানুষ,
কর্ম আমারে নামিয়েছে নীচে
হয়েছি তাই অধম মানুষ।
***