গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১।  আবু হুরায়রা (রাঃ)।

২। আনাস বিন মালেক (রাঃ)।

৩। উসাইদ বিন হুযাইর (রাঃ)।

৪।  আলী বিন আবু তালেব (রাঃ)।

৫। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। ইঁদুর।              ২। কবর।

৩। বর-বউ ও ৪ বেহারা সহ পালকী।      

৪। চুলা।               ৫। বিদ্যুৎ চমক।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভূগোল)

১। আরবদেশের আয়তন কত?

২। আরবদেশ কোথায় অবস্থিত?

৩। আরবের পশ্চিমে কি অবস্থিত?

৪। আরবের পূর্বে কি অবস্থিত?

৫। আরবের অধিকাংশ জনপদ বা এলাকা কেমন?

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। নয়া জামাই গোসল করে টুপি থাকে মাথার পরে,

একশ কলস পানি দাও, তবু শুকনা তার গাও।

২। ডাকাত  এসে বাড়ি ঘিরল হাতে দড়ি দড়া,

জানালা দিয়ে ঘর পালালো গৃহস্থ পড়ল ধরা।

৩। যতই আসুক বৃষ্টি-ঝড়, আট কন্যার একটাই ঘর।

৪। চোখ ভরা সারা দেহ দেখে না সে কভু,

তার স্বাদ পেলে লোকে মন্দ বলে না কভু।

৫। তুমি আমি একজন দেখিতে একরূপ,

আমি কত কথা বলি তুমি কেন চুপ।

সংগ্রহে : বযলুর রহমান

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

আল্লাহ তুমি

মেহেদী হাসান নিশান

জুনারী, তেরখাদা, খুলনা।

আল্লাহ তুমি দয়ার সাগর

পরম করুণাময়,

সৃষ্টি যত দিবা-নিশি

তোমারই গান গায়।

পৃথিবীকে গড়লে তুমি

মোদের সুখের জন্য,

অশেষ নে‘মত দিয়ে তাতে

করলে মোদের ধন্য।

তোমার দয়ায় মেঘ হ’তে

নামে জলের ধারা,

নরম মাটির বুক চিরে

গজায় সবুজ চারা।

ঝর্ণা-নদী বয়ে চলে

নিয়ে অসীম গতি,

অটল পাহাড় দাঁড়িয়ে থাকে

টলে না এক রতি।

ফুল-ফসলে সাজে জাহান

পাখিরা গায় গান,

ভালবাসায় ভরা হেথায়

মানব জাতির প্রাণ।

দিনের বেলায় সূর্য ওঠে

রাতে জাগে চাঁদ

সৃষ্টি তোমার অতি নিপুন

নেই কোথাও খাঁদ।

নবী দিয়ে বাতিল থেকে

হকের পথে নিলে,

সত্য-মিথ্যা বুঝতে তুমি

কুরআন-হাদীছ দিলে।

বুদ্ধি-বিবেক দিলে তুমি

বুঝতে ভাল মন্দ,

তোমার কথা মানি যেন

করি না যেন দ্বন্দ্ব।

***

সুন্নাহর পথে

এস.এম. হাফীযুর রহমান

সাতক্ষীরা।

থাকব না আর মাযহাব বন্দী

হব ছহীহ সুন্নাতপন্থি,

কেমন করে চলেছেন নবী

ইসলামের ঐ প্রথম যুগে?

কেমন করে দিলেন দাওয়াত

জাহেলিয়াতের গাঢ় অন্ধকারে।

কিসের দিশায় দিলেন দাওয়াত

দিনে রাতে অবিরাম

কিসের আশায় শিক্ষা দিলেন

অজ্ঞতাপূর্ণ সমাজ।

কেমন করে কঠোর ওমর

কোমল হ’লেন স্বল্পক্ষণে

কেমন করে বীর মুজাহিদ

হ’লেন বিজয়ী বদররণে।

কুরআন-সুন্নাহ মেনে তারা

হয়েছিলেন সোনার মানুষ,

নবীর সুন্নাত অাঁকড়ে ধর

তাক্বলীদের তরে না হয়ে বেহুঁশ।

আল্লাহর উপর ভরসা করে

দাওয়াত দিবে বিশ্বময়।

সঠিক দ্বীন কায়েম হবে

ছহীহ সুন্নাহর হবে জয়।

***






আরও
আরও
.