গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা ক্বাছাছ, আয়াত ৭৬-৮৩।

২. সূরা নামল, আয়াত ২০, ৪৪।

৩. সূরা বাক্বারাহ, আয়াত ১৪২-১৫০।

৪. সূরা বানী ইসরাঈল (আয়াত ১) ও সূরা নাজম (আয়াত ৮-১৮)

৫. সূরা ফীল।

৬. সূরা কাহাফ, আয়াত ৮৩-৯৮।

৭. সূরা বাক্বারাহ, আয়াত ২৪৬-২৫২।

৮. সূরা বানী ইসরাঈল, আয়াত ১।

৯. সূরা নূর, আয়াত ৫৮-৫৯।

১০. আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভাষা আন্দোলন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ধীরেন্দ্রনাথ দত্ত।

২. ড. মুহম্মাদ শহীদুল্লাহ

৩. মুহম্মাদ আলী জিন্নাহ, ১৯৪৮।

৪. খাজা নাযীমুদ্দীন।

৫. নূরুল আমীন।

৬. ২৩শে ফেব্রুয়ারী ১৯৫২।

৭. শহীদ শফিউরের বাবা।

৮. গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, সুরকার আলতাফ মাহমূদ, শিল্পী আব্দুল লতীফ।

৯. শিক্ষার্থী সংগ্রাম পরিষদ।

১০. যুক্তফ্রন্ট।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত কোনটি?

২. ফরয ছালাতান্তে কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে কোন বাধা থাকে না?

৩. পবিত্র কুরআনের কোন্ সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

৪. পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান?

৫. পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

৬. কোন সূরাটি পবিত্র কুরআনের এক-চতুর্থাংশের সমপরিমাণ?

৭. পবিত্র কুরআনের কোন সূরাটি জুম‘আর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?

৮. পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেৎনা থেকে রক্ষা করবে?

৯. পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুম‘আর দিন ফজরের ছালাতে তেলাওয়াত করা সুন্নাত?

১০. পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুম‘আর ছালাতে তেলাওয়াত করা সুন্নাত?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভাষা বিষয়ক)

১. ভাষার মূল উপাদান কি?

২. ভাষার ক্ষুদ্রতম একক কি?

৩. ধ্বনি নির্দেশক চিহ্ন কি?

৪. ভাষার ইট বলা হয় কাকে?

৫. ভাষার মূল উপকরণ কি?

৬. ভাষার মুখ্য উপাদান কি?

৭. বাক্যের একক কি?

৮. বাক্যের মৌলিক উপাদান কি?

৯. ভাষার স্বর বলা হয় কাকে?

১০. ভাষার বৃহত্তম একক কি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

হেয়াতপুর, নবাবগঞ্জ, দিনাজপুর ১১ই এপ্রিল, বুধবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় হেয়াতপুর হাফিযিয়া ও দরসে নিযামিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক হাফেয আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদরাসার শিক্ষক তাওফীকুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ইবরাহীম খলীল ও ইসলামী জাগরণী পরিবেশন করে মাযহারুল ইসলাম।

খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী ১৪ই এপ্রিল, শনিবার : অদ্য বাদ মাগরিব রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খিরশিন টিকর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও নওদাপাড়া মারকায এলাকার সহ-পরিচালক মঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ বিশাল ও ইসলামী জাগরণী পরিবেশন করে সজীবা খাতূন।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৮ই এপ্রিল, বুধবার : অদ্য বাদ যোহর কামারখন্দ উপযেলাধীন বড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ আয়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-পরিচালক মুহাম্মাদ লিয়াকত হোসাইন ও অত্র শাখার সহ-পরিচালক সোহেল রানা। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মু‘তাছিম বিল্লাহ।

চরকুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ১৮ই এপ্রিল, বুধবার : অদ্য বাদ আছর কামারখন্দ উপযেলাধীন চড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক জামালুদ্দীন, সাবেক অর্থ সম্পাদক ও চরকুড়া দারুলহাদীছ সালাফিইয়াহ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফেয মুহাম্মাদ ইবরাহীম, ‘সোনামণি’র পরচিালক মুহাম্মাদ শরীফুল ইসলাম ও সহ-পরিচালক মুহাম্মাদ লিয়াকত হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ইমরান হোসাইন।

নওদাপাড়া, রাজশাহী ৭ই মে সোমবার : অদ্য বাদ মাগরিব দারুলহাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি নওদাপাড়া মারকায এলাকার উদ্যোগে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মাকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক ও ‘যুবসংঘ’ মারকায এলাকার উপদেষ্টা মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি দেলাওয়ার হোসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন মুহাম্মাদ রেযওয়ান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’ মারকায এলাকার পরিচালক আবু রায়হান।






আরও
আরও
.