নওদাপাড়া, রাজশাহী ১২-১৩ই সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার :
গত ৩০শে আগষ্ট শুক্রবার ২০১৯-২০২১ সালের জন্য মনোনীত মজলিসে আমেলা, শূরা ও
যেলাসমূহের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পদকদের নিয়ে বর্তমান সেশনের
প্রথম সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ আছর থেকে মাগরিব
পর্যন্ত মজলিসে আমেলা, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত মজলিসে শূরা এবং বাদ
ফজর থেকে জুম‘আ পর্যন্ত মাঝখানে ১ ঘণ্টার বিরতি দিয়ে একটানা প্রশিক্ষণ
পরিচালিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্ত
ভবনের তৃতীয় তলার হলরুমে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০১৯-২০২১ সেশনের
নব মনোনীত যেলা সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে নিয়ে দায়িত্বশীল
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মাধ্যমে
প্রশিক্ষণ শুরু হয়। অতঃপর কর্মপদ্ধতি বইয়ের ১ম দফা কর্মসূচী বিষয়ে
কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত
হোসাইন, অফিস ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ পদ্ধতি বিষয়ে কেন্দ্রীয় অর্থ
সম্পাদক বাহারুল ইসলাম, কর্মপদ্ধতি বইয়ের ২য় দফা কর্মসূচী ও গঠনতন্ত্রের
ধারা-১৬ বিষয়ে কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার
প্রশিক্ষণ প্রদান করেন। অতঃপর প্রশ্নোত্তরের মাধ্যমে সংগঠন শিক্ষা ক্লাস
পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
নাশতার বিরতির পর কর্মপদ্ধতি বইয়ের ৩য় দফা কর্মসূচী বিষয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ইহতিসাব ৪-৮ পৃ. বিষয়ে কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কর্মপদ্ধতি বইয়ের ৪র্থ দফা কর্মসূচী বিষয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, গঠনতন্ত্রের ধারা-৮, ১১ ও ১৫(১) বিষয়ে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। ‘নেতৃত্বের গুণাবলী’ বিষয়ে নির্ধারিত বক্তৃতা প্রশিক্ষণ পরিচালনা করেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা। অতঃপর মুহতারাম আমীরে জামা‘আতের সমাপনী ভাষণের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়।
উল্লেখ্য যে, নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ঝিনাইদহ যেলার সাধারণ সম্পাদক হারূণুর রশীদ, ২য় স্থান অধিকার করেন দিনাজপুর-পূর্ব যেলার সভাপতি শহীদুল আলম ও ৩য় স্থান অধিকার করেন চট্টগ্রাম যেলার সাধারণ সম্পাদক শেখ সা‘দী। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কুরআন তেলাওয়াত করেন আল-‘আওনের সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, কুমিল্লা যেলার সাধারণ সম্পাদক জামীলুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করেন নওগাঁ যেলার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার। প্রশিক্ষণে ৪৮টি যেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।