সিরাজগঞ্জ : পশ্চিম দুবলাই, কাযীপুর ২২শে মার্চ বৃহষ্পতিবার বাদ আছর, দুবলাই পূর্বপাড়া বাদ মাগরিব ও গান্ধাইল দক্ষিণ পাড়া, কাযীপুর বাদ এশা; গান্ধাইল নয়াপাড়া ২৩শে মার্চ শুক্রবার বেলা ১১-টায় ও বড়শিভাঙ্গা বাদ আছর, শিমুলদাইড় উত্তরপাড়া বাদ মাগরিব এবং শিমুলদাইড় দক্ষিণপাড়া বাদ এশা; চক শাহবাজপুর, কামারখন্দ ২৪শে মার্চ শনিবার বাদ যোহর; বাদুল্লাপুর, সলঙ্গা বাদ মাগরিব, রশিদপুর মধ্যপাড়া ও উত্তর পাড়া বাদ এশা; চরিয়া মধ্যপাড়া ও কাচিয়ারচর, সলঙ্গা ২৫শে মার্চ রবিবার বাদ ফজর; বড়কুড়া দক্ষিণপাড়া, কামারখন্দ বাদ যোহর; চরকুড়া দারুল হাদীছ হাফেযিয়া মাদরাসা মসজিদ, বাদ আছর; রায় দৌলতপুর দক্ষিণ পাড়া বাদ এশা; সদাই, উল্লাপাড়া ২৬শে মার্চ সোমবার বাদ যোহর; দমদমা বাদ আছর; শাহীকোলা, বাদ মাগরিব ও রায় দৌলতপুর উত্তরপাড়া, কামারখন্দ বাদ মাগরিব; জগতগাতি, সিরাজগঞ্জ সদর, ২৭শে মার্চ মঙ্গলবার বাদ যোহর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভাসমূহে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উল্লেখ্য, উক্ত সফরে চক শাহবাজপুর, রায় দৌলতপুর দক্ষিণ পাড়া ও জগতগাতি শাখা কমিটি গঠিত হয়।

বরগুনা ৬ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ বরগুনা শহরস্থ ডি,কে,পি হাইস্কুল সংলগ্ন জামে মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের প্রধান পৃষ্ঠপোষক মেজর (অবঃ) আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সুধীবৃন্দের পরামর্শক্রমে ডাঃ এইচ.এম. যাকির খানকে আহবায়ক ও যাকির মোল্লাকে যুগ্ম-আহবায়ক করে ‘আন্দোলন’-এর বরগুনা যেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

একই দিন বাদ এশা পটুয়াখালী সরদ থানাধীন কালিচন্না আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ক্বারী সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

কৌরিখাড়া, স্বরূপকাঠী, পিরোজপুর ৭ই এপ্রিল শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার স্বরূপকাঠী থানাধীন দক্ষিণ কৌরিখাড়া বাজার পাঞ্জেগানা আহলেহাদীছ মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ইন্দুরহাট বাজারের ব্যবসায়ী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উক্ত পরামর্শ সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে মাহবূব আলমকে সভাপতি ও মাহবূবুল হাসান মুরাদকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

যুগিহাটী, উযীরপুর, বরিশাল ৯ই এপ্রিল সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার উযীরপুর থানাধীন যুগিহাটী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রফীকুল ইসলাম নাছির।

উত্তর বিজয়পুর, গৌরনদী, বরিশাল ১০ই এপ্রিল মঙ্গলবার : অদ্য সকাল ৯-টায় যেলার গৌরনদী থানাধীন উত্তর বিজয়পুর নিবাসী মনীরুয্যামান-এর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুনীরুয্যামান এবং শোলক আহলেহাদীছ মসজিদের ইমাম মাওলানা আমীনুর রহমান প্রমুখ।

বাগেরহাট : কামারগ্রাম ভান্ডারখোলা, মোল্লাহাট ১০ই এপ্রিল মঙ্গলবার বাদ আছর; উদয়পুর-উত্তরকান্দি, মোল্লাহাট ১১ই এপ্রিল বুধবার বাদ মাগরিব; ঘাটবিলা, মোল্লাহাট ১২ই এপ্রিল বৃহস্পতিবার বাদ মাগরিব; বুজবুনিয়া, রামপাল ১৩ই এপ্রিল শুক্রবার বাদ মাগরিব; চটেরহাট, মোংলা ১৪ই এপ্রিল শনিবার বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সমূহে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উক্ত সফরে কামারগ্রাম ভান্ডারখোলা শাখা, উদয়পুর-উত্তরকান্দি মাদরাসা মসজিদ শাখা ও ঘাটবিলা শাখা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।

রংপুর ২৪শে এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলা শহরের মুসলিমপাড়া শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যক্ষ হেলালুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক লালমিয়া ও যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ।

কুড়িগ্রাম : বড়ভিটা, ফুলবাড়ী ২৫শে এপ্রিল বুধবার বাদ যোহর; বিলকন্যা, নাগেশ্বরী ২৬শে এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর; গোপালপুর বোর্ডেরহাট, নাগেশ্বরী বাদ মাগরিব; আন্ধারীঝাড়, ভুরুঙ্গামারী ২৭শে এপ্রিল শুক্রবার বাদ জুম‘আ এবং ধাউড়ার কুঠি বাদ মাগরিব; চর ধাউড়ার কুঠি ২৮শে এপ্রিল শনিবার বাদ যোহর এবং ফকীরবাড়ী, কচাকাটা বাদ মাগরিব; সতীপুর, ভুরুঙ্গামারী, ২৯শে এপ্রিল রবিবার বাদ যোহর এবং মধুর হাইল্যা বাদ এশা; উত্তর পান্ডুল মোল্লাপাড়া, উলিপুর ১লা মে মঙ্গলবার বাদ মাগরিব এবং মাস্টারপাড়া বাদ এশা; উত্তর পান্ডুল মোল্লাপাড়া, উলিপুর ২রা মে বুধবার বাদ আছর এবং মাস্টারপাড়া বাদ এশা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সমূহে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। উল্লেখ্য, ২৮শে এপ্রিল শনিবার কচাকাটা থানাধীন ‘ফকীরবাড়ী শাখা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা হয়।

নারাঙ্গী, মানিকগঞ্জ ৪ঠা মে শুক্রবার : অদ্য বাদ আছর মানিকগঞ্জ যেলা শহরের নারাঙ্গী ইঞ্জিনিয়ার মুনীরুয্যামানের বাসার উঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব.) মুহাম্মাদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন দোয়াত আলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা জামীল আহমাদ ও ইঞ্জিনিয়ার মুনীরুয্যামান।






আরও
আরও
.