ছাতীহাটী, কালিহাতী, টাঙ্গাইল ১৬ই আগষ্ট বুধবার : অদ্য বাদ যোহর টাঙ্গাইল যেলার কালিহাতী উপযেলাধীন ছাতীহাটী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ছাতীহাটী শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক শরীফুল ইসলাম।

একই দিন বাদ এশা বল্লা উত্তর পাড়া আহলেহাদীছ পুরাতন মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি হাজী আখতারুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ।

দেলদুয়ার, টাঙ্গাইল ১৭ই আগষ্ট বৃহস্পতিবার : অদ্য বাদ আছর টাঙ্গাইল যেলার দেলদুয়ার উপযেলাধীন দেলদুয়ার জমিদার বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী শহীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ।

একই দিন বাদ মাগরিব দেলদুয়ার (বাজার) মৌলভী পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম হাফেয ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ।

ঐ দিন বাদ এশা দেলদুয়ার উত্তর পাড়া মাওলানা মহীউদ্দীন খানের বাটীস্থ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবীণ আলেম মাওলানা ইসমাঈল হোসাইন লাহোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ ও স্থানীয় সুধী হাফেয মাওলানা ইউসুফ প্রমুখ।

মীর কুমুল্লী-দেলদুয়ার, টাঙ্গাইল ১৮ই আগষ্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ টাঙ্গাইল যেলার দেলদুয়ার মীর কুমুল্লী উত্তরপাড়া দারুসসালাম আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ও অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ।

একই দিন বাদ আছর তাওহীদ ট্রাষ্ট নির্মিত মীর কুমুল্লী (মধ্যপাড়া) আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামূন ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ।

ঐ দিন বাদ মাগরিব বাসাইল থানাধীন মটরা পশ্চিমপাড়া তাওহীদ ট্রাষ্ট নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা সিরাজুল ইসলাম (লালমণিরহাট)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামূন ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইউসুফ প্রমুখ।

কাঞ্চনপুর, বাসাইল, টাঙ্গাইল ১৯শে আগষ্ট শনিবার : অদ্য বাদ আছর টাঙ্গাইল যেলার বাসাইল উপযেলাধীন কাঞ্চনপুর হালুয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা খলীলুর রহমান (লালমণিরহাট)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাঙ্গাইল যেলার সভাপতি মাসঊদুর রহমান।

একই দিন বাদ মাগরিব কাঞ্চনপুর ঢংপাড়া চৌরাস্তা বাজার জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী আব্দুছ ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাসঊদুর রহমান।

উত্তর ছনকাপাড়া, বাসাইল, টাঙ্গাইল ২০শে আগষ্ট রবিবার : অদ্য বাদ ফজর টাঙ্গাইল যেলার বাসাইল উপযেলাধীন উত্তর ছনকাপাড়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক হাফেয ইসমাঈল ফকীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ মাগরিব সখীপুর উপযেলাধীন রতনপুর জসীম বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা (সভাপতিত্বে) অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর কর্মী আব্দুস সালাম।

উত্তর পেকুয়া, মির্জাপুর, টাঙ্গাইল ২১শে আগষ্ট সোমবার : অদ্য বাদ আছর টাঙ্গাইল যেলার মির্জাপুর থানাধীন উত্তর পেকুয়া (তক্তারচালা) বাজার জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম হাফেয ইয়া‘কূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ মাগরিব সখীপুর থানাধীন ঘেচুয়া বড়চালা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খত্বীব ডাঃ মাওলানা ছালাহুদ্দীন আইয়ূবীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

কালিয়ান, সখীপুর, টাঙ্গাইল ২২শে আগষ্ট মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব টাঙ্গাইল যেলার সখীপুর থানাধীন কালিয়ান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিয়ান বাজার  আহলেহাদীছ  মসজিদের  ইমাম  মাওলানা  আব্দুল  মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কালিয়ান টানপাড়া মসজিদের ইমাম মাওলানা নাছরুল্লাহ, কালিয়ান দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মাওলানা নাযিমুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারূক।

কালিয়ান, মেম্বারচালা, সখীপুর, টাঙ্গাইল ২৩শে আগষ্ট বুধবার : অদ্য বাদ মাগরিব টাঙ্গাইল যেলার সখীপুর থানাধীন কালিয়ান টানপাড়া (মেম্বারচালা) জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী মাষ্টার শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম ও খত্বীব মাওলানা নাছরুল্লাহ প্রমুখ।







আরও
আরও
.