ঈশ্বরদী, পাবনা ২০শে নভেম্বর শুক্রবার : অদ্য শুক্রবার জুম‘আর ছালাতের মধ্য দিয়ে পাবনা যেলার ঈশ্বরদী থানা সদরের নিকটবর্তী চর মীরকামারী গ্রামে নব নির্মিত ‘মসজিদুত তাক্বওয়া’ মুহতারাম আমীরে জামা‘আতের প্রতিনিধি হিসাবে উদ্বোধন করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। স্থানীয় সঊদী প্রবাসী জনাব তরীকুল ইসলামের উদ্যোগে এবং প্রবাসী ও দেশী বিভিন্ন দাতা ভাইদের আর্থিক সহযোগিতায় ২০১০ সাল হ’তে ধীরে ধীরে এই নতুন আহলেহাদীছ মসজিদটি প্রতিষ্ঠা লাভ করে। মসজিদটির নির্মাণকাজ এখনো অসমাপ্ত থাকলেও এলাকায় আহলেহাদীছ মুছল্লীদের দ্রুত প্রসারের ফলে ইতিমধ্যে ওয়াক্তিয়াভাবে চালু হওয়া এই মসজিদটি জুম‘আ চালুর প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে সকলের পরামর্শ ও সম্মতিতে আনুষ্ঠানিকভাবে জুম‘আ চালু হ’ল। জুম‘আর খুৎবায় সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে কেন্দ্রীয় মেহমান মসজিদ নির্মাণের চেয়ে মসজিদ আবাদের প্রতি অধিক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফাসেক-ফাজের প্রভাবশালীকে দিয়ে নয়; বরং শিরক ও বিদ‘আতী আক্বীদামুক্ত মুখলেছ কিছু দ্বীনদার মুছল্লীর দ্বারাই কেবল মসজিদ আবাদ হওয়া সম্ভব। তিনি বলেন, মসজিদে নিয়মিত সাপ্তাহিক তা‘লীমী বৈঠক, ফজরের ছালাতের পর তাফসীরুল কুরআন ও বাদ এশা ১টি করে হাদীছ পাঠ ইত্যাদি নানাবিধ কর্মসূচী ধারাবাহিকভাবে চালু রাখার মাধ্যমে এই মসজিদ একটি সংস্কারবাদী মসজিদে পরিণত হবে। এখান থেকে অত্রাঞ্চলে দ্বীনে হক-এর আলো ছড়িয়ে পড়বে। তিনি সকলকে ‘আহলেহাদীছ আন্দোলন’ ও ‘যুবসংঘে’র পতাকাতলে সমবেত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহবান জানান।

এ সময়ে রাজশাহী মহানগরী ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাওহীদ হাসান, প্রচার সম্পাদক মুহাম্মাদ আফতাব হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপযেলা সভাপতি মুহাম্মাদ ছিদ্দীকুর রহমান, যেলা ‘যুবসংঘে’র সভাপতি তারিক হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ মা‘রূফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ এবং স্থানীয় সলীমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ ইসরাঈল হোসাইন মন্ডল, ঈশ্বরদী উপযেলার সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুর রাকীব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা মুছল্লী উপস্থিত ছিলেন।

জুম‘আর ছালাতের পর মেহমানগণ উপযেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক জনাব আব্দুর রশীদের বাসার আতিথেয়তা গ্রহণ শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়।






আরও
আরও
.