প্রাচীনতম এক কৃষ্ণগহবরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। নাম রাখা হয়েছে ‘জিডব্লিউ ১৯০৫২১’। কৃষ্ণগহবরটির সন্ধান পেয়েছেন ইউরোপিয়ান গ্র্যাভিটেশনাল অবজারভেটরি-র জ্যোতির্বিজ্ঞানীরা। দেড় হাযার বিজ্ঞানী যুক্ত ছিলেন গোটা কর্মকান্ডে। তাদের গবেষণাপত্রের অন্যতম লেখক স্ট্যাভরোস কাৎসানেভাস বলেন, ‘ব্ল্যাক হোল বা কৃষ্ণগহবর কীভাবে তৈরি হয়, সে রহস্য সমাধানে হয়তো মুখ্য ভূমিকা নেবে এই আবিষ্কার’। তবে কৃষ্ণগহবরটির আসল বিশেষত্ব হ’ল এর আকার। এমন বিশালাকৃতি কৃষ্ণগহবরের খোঁজ মিলল এই প্রথম। বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে ‘ইন্টারমিডিয়েট মাস ব্ল্যাক হোল’। সূর্যের থেকে ১০০-১০,০০০ গুণ বড় ভরের কৃষ্ণগহবরগুলিকে এই নামে ডাকা হয়। সূর্যের ৩-১০ গুণ বড় কৃষ্ণগহবরগুলিকে বলা হয় ‘স্টেলার ব্ল্যাক হোল’। নতুন আবিষ্কৃত ‘জিডব্লিউ ১৯০৫২১’-র ভর সূর্যের প্রায় ১৪২ গুণ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মিল্কি ওয়ে-সহ বহু ছায়াপথের মধ্যখানে অবস্থিত এই ‘সুপারম্যাসিভ’ কৃষ্ণগহবরটি।






আরও
আরও
.