বিশ্বে প্রথমবারের মত কোন ক্যানসার রোগীর দেহে থ্রি-ডি প্রিন্টেড পাঁজর সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এ ধরনের অস্ত্রোপচার আগে কোথাও হয়নি। অস্ত্রোপচারের পর অস্ট্রেলিয়ান ডাক্তাররা জানান, ক্যানসার আক্রান্ত ৫৪ বছর বয়সী এক স্প্যানিশ রোগীর দেহে এটি বসানো হয়েছে। ডাক্তার দলের সদস্য জোসে আরান্দার ভাষায়, থ্রিডি প্রিন্টেড পাঁজরের কথা মাথায় আসে এর জটিল জ্যামিতিক গঠনের কারণে। এরপরই মেডিক্যাল ডিভাইস কোম্পানী ‘অ্যানাটমিক্সে’র একটি টিম বানিয়ে ফেলে থ্রি-ডি প্রিন্টেড পাঁজর। অতঃপর তা রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের ১২ দিনের মাথায় রোগীকে হাসপাতাল থেকে ছেড়েও দেয়া হয়। তিনি এখন সুস্থ।






আরও
আরও
.