আমাদের সৌরজগতে
ছুটে বেড়াচ্ছে এক অদ্ভূত রহস্যময় বস্ত্ত। এমন দৃশ্যই ধরা পড়ল গবেষকদের
দূরবীক্ষণ যন্ত্রে। অন্য কোন এক ছায়াপথ থেকে এসে পেŠঁছেছে ঐ গ্রহাণুর মতো
বস্ত্তটি। এমনটাই মনে করছে মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। এটাই প্রথম মহাকাশের
অতিথি, যা পৃথিবী থেকে দেখা যাচ্ছে। রহস্যময় ঐ বস্ত্তটির নাম দেয়া হয়েছে
অ/২০১৭ ট১। চলতি মাসের শুরুতে এটি আবিষ্কার করা হয়েছে। হাওয়াই ইউনিভার্সিটি
থেকে উচ্চমানের এক বিশেষ টেলিস্কোপে ধরা পড়েছে সেই দৃশ্য। ক্যালিফোর্নিয়ার
মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্ণধার পল কোডাস বলেন, এমন একটি বিষয়ের জন্য
আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক আগেই এটা জানা গিয়েছিল যে, এরকম
একটা জিনিসের অস্তিত্ব রয়েছে। নক্ষত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের
গ্রহাণু যা মাঝে-মধ্যে সৌরজগতের মধ্যেও চলাফেরা করে। কিন্তু এই প্রথম
টেলিস্কোপে ধরা পড়ল এটি। গত বছরের ২রা সেপ্টেম্বরে এটি মঙ্গলের কক্ষপথ
অতিক্রম করে। ১৪ই অক্টোবর এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসে। মাত্র ১৫ মিলিয়ন
মাইল দূরে ছিল এটি। তবে এর গতি অত্যন্ত বেশী। গবেষকেরা খতিয়ে দেখছেন, কোথা
থেকে এসেছে এটি।