মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ বলেন, ইস্রাঈলীরা মানবতার শত্রু, মুসলমানদের শত্রু। তারা ফিলিস্তীনীদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদের বাকি ভূমিটুকুও জবর-দখলের জন্য। অথচ পাশ্চাত্যের মানবতার সেবকরা এখন নীরব দর্শক। আর মুসলমানরা ব্যস্ত নিজেদের মধ্যে হানাহানিতে। পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে মাহাথির বলেন, ‘আমি জানি বিশ্বে বড় বড় শক্তি রয়েছে যারা মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা দেখতে চায়। এজন্য তারা মুসলমানদের মধ্যে বিভেদ জিইয়ে রাখতে চায়। তারা চায় মুসলমানরা পরস্পরে নিজেরাই লড়াই করে নিঃশেষ হৌক। এজন্য তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইহুদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহবান জানান।

সম্প্রতি লেবাননের আল-মায়াদিন টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাহাথির বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বন্ধ করে ফিলিস্তীনীদের জমি দখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত ইস্রাঈলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত। তিনি আরো বলেন, এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইস্রাঈলের বিরুদ্ধে লড়াই করার। তা না হ’লে বিশ্ব মানচিত্র থেকে মুসলিম দেশ ফিলিস্তীন একেবারেই হারিয়ে যাবে।

-মাহাথির মুহাম্মাদ







আরও
আরও
.