পশ্চিমা দেশগুলোর মতো সঊদী আরবেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। মুসলিম প্রধান দেশ হ’লেও গত এক বছরে দেশটিতে রেকর্ড সংখ্যক বিচ্ছেদের ঘটনা ঘটেছে। নারীবিষয়ক প্রতিবেদন-২০২২ প্রকাশ করেছে দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস। এতে দেখা গেছে, দেশটিতে ডিভোর্সের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের অধিক নারীর ডিভোর্স হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, যেসব নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে তাদের সবচেয়ে বেশী ডিভোর্স হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছরের নারীরা।
[নারীর ক্ষমতায়ন ও নারী স্বাধীনতার নামে নারীর প্রকৃত উনণয়নকেই যে বাধাগ্রস্ত করা হচ্ছে তার একটি প্রমাণ এই চিত্র। মানুষের মধ্যে আত্মম্ভরিতা প্রবেশ করলে এবং নিজেকে অমুখাপেক্ষী ভাবলে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। শিক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা যদি কাউকে বিনয়ী না করে উদ্ধত করে, তবে তা সংসার ও সমাজকে বিনষ্ট করে (স. স.)।]