যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে খাদ্যের অভাবে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া মামারিন নামের এক নারী বাধ্য হয়ে বিক্রি করেছেন তার ৬ বছরের কন্যাসন্তানকে। যুদ্ধে তিনি স্বামী-সংসার হারিয়েছেন। এরপর দু’মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কোথাও ঠাঁই মেলেনি। শেষ পর্যন্ত আশ্রয় নেন একটি শরণার্থী শিবিরে। কিন্তু সেখানে গিয়ে হাহাকার করেও ক্ষুধার্ত সন্তানদের জন্য জোটাতে পারেন না একটু খাবার। অবশেষে নিজের ছয় বছরের ফুটফুটে কন্যা আকীলাকে তিন হাযার ডলারে বিক্রি করেছেন শরণার্থী শিবিরের নাজমুদ্দীনের কাছে। নাজমুদ্দীন নিজের দশ বছরের ছেলের সঙ্গে আকীলার বিয়ে দেবেন বলেও মামারিনকে আশ্বাস দিয়েছেন।






আরও
আরও
.