খাদীজা খোওয়াইস, যিনি পবিত্র মসজিদ আল-আকছা রক্ষায় দখলদার ইস্রাঈলী বাহিনীর হাতে এখন পর্যন্ত ২৮ বার গ্রেফতার হয়েছেন। ইস্রাঈলের হাত থেকে আল-আকছা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন ৪৪ বছর বয়সী এই মুসলিম নারী। ২০১৪ সাল থেকে গত ৭ বছরে আকছায় ইস্রাঈলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন খাদীজা। যেরুযালেম নিবাসী এই নারী মাসজিদুল আকছায় কুরআন মাজীদ শিক্ষা দেন ফিলিস্তীনীদের। মসজিদের পাশেই পরিবারসহ বাস করেন তিনি। ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে তার। গোটা পরিবার মাসজিদুল আকছার খাদেম। কুরআন শেখানোর কাজে ইস্রাঈলী বাহিনীর হাতে বারবার আক্রান্ত হয়েছেন খাদীজা। বারবার মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন। তবুও ভীত নন খাদীজা। কুরআন শিক্ষাসহ মাসজিদুল আকছায় ইস্রাঈলী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়মিত। এক সাক্ষাৎকারে খাদীজা খোওয়াইস বলেন, ইস্রাঈলী ইহূদীরা মাসজিদুল আকছা থেকে আমাদের যত দূরে সরিয়ে দেয় আমাদের বন্ধন তত দৃঢ় হয় এ মসজিদের সাথে। আমাদের বিশ্বাস তত বৃদ্ধি পায়। আমরা সত্যের ওপর আছি। তারা যত বেশি কঠোর হয় আমাদের বিশ্বাস তত দৃঢ় হয় যে, আমরা সঠিক পথে আছি।






আরও
আরও
.