উত্তর আফ্রিকার
দেশ তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নেকাব বা মুখ ঢেকে রেখে পর্দা
নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ
চাহেদ এ নিষেধাজ্ঞা জারী করেন। নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারী,
প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না। তবে এ
নিষেধাজ্ঞা যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে
মানবাধিকার কর্মীরা।
তিউনিসিয়ার দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় থাকা বেন আলীর সময় তিউনিসিয়ায় হিজাব ও নেকাব নিষিদ্ধ ছিল। ২০১১ সালে বেন আলীর পতনের পর ইসলামিক পার্টি আন নাহদা ক্ষমতাসীন হ’লে উক্ত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।
উল্লেখ্য, গত জুন মাসের শেষের দিকে দেশটির রাজধানী তিউনিসে আত্মঘাতী হামলায় দুই জনের মৃত্যু ও সাত জন আহত হয়। যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।