মুহাম্মাদ আব্দুল কাইয়ূম

কুলাঘাট, লালমণিরহাট।

তাক্বওয়া বা আল্লাহভীতি ঈমানের মূল

এই উপদেশ দিয়েছেন মহান আল্লাহ ও রাসূল।

কালেমা শাহাদত দিয়ে ঈমান হয় শুরু

সকল ইবাদতের মধ্যে ছালাত হ’ল গুরু।

ছালাত-ছিয়াম না করিলে তাক্বওয়া হয় ভিত্তিহীন

ইবাদত না করিলে ঈমান হয়ে যায় অর্থহীন।

যাবতীয় ইবাদতে তাক্বওয়া বৃদ্ধি পায়

তাই ইবাদত ছেড়ে দিলে তাক্বওয়া কমে যায়।

তাক্বওয়া বৃদ্ধি কর বন্ধু, তাক্বওয়া বৃদ্ধি কর

তাক্বওয়া বৃদ্ধি করতে প্রবৃত্তির অনুসরণ ছাড়।

চুরি-ডাকাতি আর যেনা-ব্যভিচার

সূদ-ঘুষ আর অন্যায়-অত্যাচার

এছাড়াও আছে যত জানা-অজানা ভুল

এসবই হ’ল তাক্বওয়া নষ্টের মূল।

ছালাত-ছিয়াম আর হজ্জ ও যাকাত

তওবাহ-ইস্তেগফার ও কুরআন তেলাওয়াত

বিনয়-নম্রতা আর সদা সত্য কথা

এইসব না থাকিলে তাক্বওয়ার দাবী বৃথা।

পরহেযগারিতা বা আল্লাহভীতি জান্নাতে যাওয়ার পথ

সবকিছুর বিনিময়ে চাই শুধু জাহান্নাম থেকে নাজাত।

হে প্রভু! বিশুদ্ধ তাক্বওয়ার তরে করি ফরিয়াদ

তাক্বওয়ার বিনিময়ে দিও তুমি সুখময় জান্নাত।






আরও
আরও
.