শান্তি তো সকলেই খুঁজে এ ভবে,
কিন্তু তা জুটে ক’জনার নসিবে?
হারামে যদি খুঁজ শান্তির দিশা,
পাবেনা তা, তবে কেন কর মিছে আশা?
সূদ, ঘুষ, চাঁদাবাজি যুলুমের মাঝে,
শান্তি ও সুখ নেই, ক’জনেবা বোঝে?
সমাজে যার যতো বেশি আছে ধন,
ঠিক ততটাই তার অশান্ত মন।
সংসার চলে না, চায় আরো বেশি,
অথচ ইমাম ছাহেব বেশ হাসিখুশী।
চাও যদি শান্তি ও সুখের নূর,
অসহায়ের কর দুর্দশা দূর।
চাও যদি থাকতে শান্তি ও সুখে,
শুকরিয়া আল্লাহর রাখ সদা মুখে।
অল্পে তুষ্ট থাক সদা অন্তরে,
দেখবে শান্তি ফিরে এসেছে ঘরে।
-আব্দুল হাসিব বিন আব্দুল ক্বাদের
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।