রহমানের প্রিয় বান্দা তারা

ভূ-পৃষ্ঠে চলে নম্রভাবে যারা।

মূর্খ যবে তর্কে জড়ায় কথায় কথায়

ধৈর্য ধরে সালাম করে, চলে সঙ্গ এড়ায়।

সিজদা ও ক্বিয়াম করে রাত কাটিয়ে দেয়

জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চায়।

ব্যয়ের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করে

ইবাদতে আল্লাহর সাথে শিরক রাখে দূরে।

অন্যায়ভাবে হত্যাযজ্ঞ তাদের নয় কাজ

মিথ্যার সাথে জুড়ে তারা নাহি থাকে কদাচ।

ক্ষমা প্রাপ্তির আশে তারা স্রষ্টার দরবারে

রাত গভীরে অশ্রু ঝরায় নিজ গন্ড পরে।

রবের কাছে চায় নয়নশীতল পত্নী ও ছেলে

মুত্তাক্বীদের আদর্শ সব মোদের দাও দিলে।

অশোভন অনুষ্ঠান হঠাৎ চোখে পড়িলে

সামলিয়ে নেয় নিজেকে সে দ্রুত অন্তরালে।

তবুও ফের ক্ষমার বচন তারা সদা জপে

লিপ্ত হয় না প্রভুর ভয়ে ছোট-বড় পাপে।

ব্যভিচার অন্যায় কাজ হ’তে থাকে দূরে

ক্ষমা করে প্রভু তাদের নিবেন আপন করে।

সালাম সহ শান্তির আবাস তাদের তরে ধরা

সর্বোত্তম আবাস সেথা রহে নয়নকাড়া।

আব্দুল কাদের আকন্দ

দেবীগঞ্জ, পঞ্চগড়।







আরও
আরও
.