বাতিলের গাঢ় অমানিশার চিরে বুক

এই ধরাতে আজ অহি-র আলো জেগে উঠুক।

অহি-র তেজোদীপ্ত আলোয় জীবন মোদের উদ্ভাসিত

যত সব বাতিল বিধান হোক আজ ভূলুণ্ঠিত।

অহি ব্যতিরেকে করি বাতিল সকল বিধান,

এই ধরাতে উড়াই আবার তাওহীদী নিশান।

বাতিল দূরীকরণে অহি-র বার্তা জানি,

বিপথে ছুটন্ত সমাজে অহি-র মশাল আনি।

আজ মুক্তির একই পথ মোরা ধরি,

দাওয়াত ও জিহাদের সৈনিক হয়ে লড়ি।

হাজারো বাধাতেও হক্বের পথে অটল থাকি,

ইসলামের ওপর বিজাতীয় সভ্যতা রুখি।

ন্যায় ও ইনছাফের দন্ড হাতে সমাজে দাঁড়াই

সমাজ, দেশ ও জাতির সেবায় জীবন কাঁটাই।

কে যেন দূর গগণ হ’তে আমাকে সেই পথে ডাকে,

এসো সবে ন্যায় ইনছাফ হকের পথে এসো

সে কেউ না! সে তো আহলেহাদীছ আন্দোলন!

মুবাশ্বিরুল ইসলাম সা‘দ

নওদাপাড়া, সপুরা, রাজশাহী।






আরও
আরও
.