আসলো ছিয়াম মোদের দ্বারে

শিক্ষা দিতে রামাযানের,

ছিয়াম সাধনায় দীক্ষা নিতে

পারবে কি ভাই সবজনে?

আল্লাহভীতি দিবা-রাতি

সর্ব কাজে যার হৃদে,

সেই তো পারে শিক্ষা নিতে

বসতে ছাওমের মসনদে।

ছিয়াম সাধনার পরেও যাদের

আল্লাহভীতি জাগলো না,

শয়তানী আর বদ খাছলত

মন থেকে মোটেও ভাগলো না।

সবটা জীবন থাকলো যেজন

আযাযীলের পার্শ্বেতে,

রামাযানের ঐ ছিয়াম সাধনা

লাগবে তাহার কোন খাতে?

শয়তানের ঐ আদেশ পেলে

কাটলো যাদের সবটা কাল,

কেমনে হবে তাদের বলো

ছিয়াম সাধনা পাপের ঢাল?

পায় পাতকী শিক্ষা কেহ

ছিয়াম পালনে রামাযানে,

তবেই হবে পূর্ণ সে জন

আল্লাহ খুশী সবখানে।

পায় যদি কেউ শিক্ষা তারা

তওবা করে ফিরতে চায়,

রামাযানের ঐ শিক্ষা তারা

সাক্ষ্য করে বসে নেই।

শিরক, বিদ‘আত, দু’পায়ে দলে

চলবো এবার দল বেঁধে,

পড়বো না আর আযাযীলের

বিশ্বে পাতা ঐ ফাঁদে।







আরও
আরও
.