আত-তাহরীকে দৃষ্টি দিলে

হৃদয় আমার হয় শীতল

তার পানে তাই তাকিয়ে থাকি

মাসের শেষে অবিরল।

বহুত বহুত জ্ঞান গরিমায়

ভর্তি থাকে আত-তাহারীক

কুরআন-হাদীছের উক্তি দিয়ে

লেখা থাকে সর্বদিক।

আত-তাহরীকে ভর্তি জ্ঞান

একটু তাতে কমতি নাই,

গোগ্রাসে গিলতে থাকি

তাহরীক যখন হাতে পাই।

আমার লেখা পায় যদি ঠাঁই

কোন মাসের তাহরীকে

নব উল্লাস ঢেউ খেলে যায়

হৃদয়-মনের সব দিকে।

আর যদি তা দেখতে না পাই

আমার লেখা তার বুকে,

অর্ধ মরা ঢেউগুলি সব

মন মরা মোর দেখবে কে?

অহি-র আলোয় জীবন গড়তে

পড় সবে আত-তাহরীক

শক্তিতে নয় ভক্তিতে তবে

আলোয় ভরবে সর্বদিক।

দিনে দিনে আত-তাহরীক-এর

প্রচার-প্রসার যাক বেড়ে,

আমার মত লেখক-কবি

পায় যেন ঠাঁই তার নীড়ে।







আরও
আরও
.