আশি বছরের বৃদ্ধের দেহের মধ্যে চার বছরের শিশু! বিস্ময়কর হ’লেও সত্য যে, মাগুরার লাভলু শিকদার ও তৃপ্তি খাতুন দম্পতির প্রথম সন্তান চার বছরের শিশু বায়েযীদ শিকদার যেন এখন আশি বছরের বৃদ্ধ। তার চার বছরের ছোট্ট দেহটার ওপর কেউ যেন বসিয়ে দিয়েছে আশি বছরের বৃদ্ধের মুখ। চাহনি, অঙ্গভঙ্গিও অনেকটা বৃদ্ধ মানুষের মত। শরীর এর মধ্যেই কুঁজো হয়ে গেছে। ঝুলে পড়েছে শরীরের চামড়াও। চিকিৎসকদের ধারণা, অত্যন্ত বিরল রোগ প্রোজেরিয়ায় আক্রান্ত বায়েযীদ। এ ধরনের বিরল রোগে আক্রান্ত আরও শতাধিক শিশু আছে বিশ্বের বিভিন্ন দেশে। এই রোগে আক্রান্তরা স্বাভাবিকের চেয়ে প্রায় ছয়গুণ দ্রুত বুড়িয়ে যেতে থাকে এবং সাধারণতঃ ১৪ বছরের মধ্যেই মারা যায়।
এদিকে বিনামূল্যে বায়েযীদের চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বর্তমানে সে সেখানেই ভর্তি রয়েছে। তার দেহের বিভিন্ন বিষয়ে অন্তত ৪০টি পরীক্ষা করা হবে। রোগ শনাক্তের পর সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে।