৫শ’ বছরের পুরানো কুরআনের পান্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। বহু শতাব্দী ধরে কুরআনের এ পান্ডুলিপিটির রঙ ও উজ্জ্বলতা অক্ষুণ্ণ রয়েছে। সুন্দর ও নিখুঁতভাবে লিখিত কুরআনের এ পান্ডুলিপি দেখলেই আবেগে অশ্রু ঝরবে, হৃদয়ে অন্য রকম এক শিহরণ জাগ্রত হবে। ১৫শ’ শতাব্দীতে মিং রাজবংশের সময়ে এক ধরনের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা কুরআনের মূল্যবান সেই পান্ডুলিপিটি ৭০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। টাকার অংকে যার মূল্য দাঁড়ায় ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাযার।

লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে গত ২৬শে জুন এটি বিক্রি হয়। বিশেষ ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের এই পান্ডুলিপির পৃষ্ঠা এবং প্রচ্ছদে স্বর্ণের কাজ করা রয়েছে।






আরও
আরও
.