পবিত্র মাহে রামাযান উপলক্ষ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল সমূহ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ও আলোচনা সভায় ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মনোনীত দায়িত্বশীলগণ দেশব্যাপী সফর করেন। এ উপলক্ষ্যে মোট ৪০ জন সফরকারীর মাধ্যমে ৫২টি যেলাতে কেন্দ্রীয় সফর ও প্রশিক্ষণ বাস্তবায়িত হয়। এছাড়া ৪৩টি সাংগঠনিক যেলায় স্ব স্ব উদ্যোগে মোট ৪৮৭টি প্রোগ্রাম বাস্তবায়িত হয়। কেন্দ্রীয় প্রশিক্ষণ সমূহ ও ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ।-

দৌলতখালি, কুষ্টিয়া ১০ই জুন ৪ঠা রামাযান শুক্রবার : অদ্য সকাল ১১-টায় যেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী উত্তরপাড়া (দাড়ের পাড়া) আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পশ্চিম সাংগাঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ গোলাম যিল কিবরিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সাম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাষ্টার আমীরুল ইসলাম।

কুষ্টিয়া, ১১ই জুন শনিবার : অদ্য বাদ যোহর শহরের ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টার মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগাঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার হাশীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সাম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, অর্থ-সম্পাদক বাহারুল ইসলাম ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

পূর্ব খাসবাগ, মাহিগঞ্জ, রংপুর ১৫ই জুন বুধবার : অদ্য সকাল ১০-টায় শহরের পূর্ব খাসবাগ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার খায়রুল আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি মেহেরপুর সাংগঠনিক যেলার পরিচালক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে রবীউল হাসানকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট সোনামণি যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন।

শরীয়তপুর ১৫ই জুন বুধবার : অদ্য বাদ আছর  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শরীয়তপুর যেলার উদ্যোগে যেলার ডামুড্যা থানাধীন চরমালগাঁও ভাদুরীকান্দি বায়তুন নূর জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলাউদ্দীন-এর সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ ও সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ মুজাহিদ।

ফরিদপুর ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফরিদপুর যেলার উদ্যোগে যেলার সদরপুর থানাধীন সাড়ে সাত রশি আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ ও সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ মুজাহিদ।

শৈলমারী, জলঢাকা, নীলফামারী ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টায় যেলার জলঢাকা থানাধীন শৈলমারী পশ্চিম কাযী পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি মেহেরপুর যেলার পরিচালক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল খালেককে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

কোরপাই-কাকিয়ারচর, বুড়িচং, কুমিল্লা ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর কোরপাই-কাকিয়ারচর ফাযিল মাদরাসায়  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জামীলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ, দফতর সম্পাদক বেলাল হুসাইন ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আমজাদ হুসাইন, ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ ইউসুফ, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সোনামণি পরিচালক আতীকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ।

সিলেট ১৬ই জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট যেলার উদ্যোগে যেলার সেনগ্রাম মুহাম্মাদিয়া সালাফিইয়াহ দাখিল মাদরাসা মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও অত্র মাদরাসার সুপার মাওলানা ফাইযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক প্রচার সম্পাদক ড. মাওলানা আবু তাহের প্রমুখ।

কুলাউড়া, মৌলভীবাজার ১৭ই জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মৌলভীবাজার যেলার উদ্যোগে  কুলাউড়া উপযেলা সদরের দক্ষিণ মাগুরায় নব নির্মিত মসজিদ আত-তাওহীদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদিকুন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহা্ম্মাদ বেলালুদ্দীন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবু মুহাম্মাদ সোহেল।

উল্লেখ্য যে, জনাব আবু মুহাম্মাদ সোহেলদের বাড়ী সংলগ্ন তাদের দানকৃত জমিতে নির্মাণাধীন উক্ত মসজিদটি গত ৪ঠা রামাযান ১০ই জুন’১৬ শুক্রবার জুম‘আর ছালাতের মাধ্যমে আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম উদ্বোধনী জুম‘আর খুৎবা প্রদান করেন।

নীলফামারী-পশ্চিম ১৭ই জুন শুক্রবার : অদ্য সকাল ১১-টায় যেলা শহরের মুন্সিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি মেহেরপুর যেলার পরিচালক সা‘দ আহমাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল খালেককে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

চট্টগ্রাম ১৭ই জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে শহরের উত্তর পতেঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ ও সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম।

টাঙ্গাইল ১৭ই জুন শুক্রবার : অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে কালিহাতী থানাধীন ছাতিহাটী আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ময়মনসিংহ যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আলী।

পাংশা, রাজবাড়ী ১৭ই জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজবাড়ী যেলার উদ্যোগে পাংশা থানাধীন সত্যজিৎপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও কুষ্টিয়া-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ঈমান আলী।

লাখাই, হবিগঞ্জ ১৮ই জুন শনিবার : অদ্য বেলা ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হবিগঞ্জ যেলার উদ্যোগে লাখাই আমানুল্লাহপুর বড়বাড়ি আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক শফীকুল ইসলাম, স্থানীয় দারুল হুদা মাদরাসা ও ইয়াতীমখানার মুহতামিম মাওলানা মুহাম্মাদ ইবরাহীম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উক্ত মসজিদের খত্বীব হাফেয আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে লাখাই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উক্ত গ্রামের বাসিন্দা জনাব আরিফ আহমাদ রোকন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মসজিদের ছাদে মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়। সেখানে প্রায় চার শতাধিক মহিলা যোগদান করেন ও আলোচনা শ্রবণ করেন।

নবীগঞ্জ, হবিগঞ্জ ১৮ই জুন শনিবার : অদ্য বাদ আছর যেলার নবীগঞ্জ উপযেলা সদরে নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন ও উক্ত মসজিদের খত্বীব মাওলানা মানছূরুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মামূনুর রশীদ।

পঞ্চগড় ১৮ই জুন শনিবার : অদ্য সকাল ১১-টায় ফুলতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পঞ্চগড় সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি মেহেরপুর যেলার পরিচালক সা‘দ আহমাদ।

কুড়িগ্রাম-উত্তর ১৮ই জুন শনিবার : অদ্য সকাল ১১-টায় যেলার নাগেশ্বরী থানাধীন ভোটেরহাট আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ.বি.এম হামীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, লালমণিরহাট যেলার সাধারণ সম্পাদক মাওলানা মুনতাযির রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

ত্রিশাল, ময়মনসিংহ ১৮ই জুন শনিবার : অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানার উদ্যোগে সামানিয়া পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ময়মনসিংহ যেলার ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আলী।

কক্সবাজার ১৮ই জুন শনিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কক্সবাজার যেলার উদ্যোগে শহরের পাহাড়তলী নবনির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট মুহাম্মাদ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ ও সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুজীবুর রহমান ও অত্র মসজিদের ইমাম নাজমুল হক মাদানী।

সাতক্ষীরা ১৮ই জুন শনিবার : অদ্য সকাল ১১-টায় শহরের বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, সরদার আব্দুর রহমান ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

কুড়িগ্রাম-দক্ষিণ ১৯শে জুন রবিবার : অদ্য বাদ যোহর যেলার উলিপুর থানাধীন পাঁচপীর মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, লালমণিরহাট যেলার সাধারণ সম্পাদক মাওলানা মুনতাযির রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

ঠাকুরগাঁও ১৯শে জুন রবিবার : অদ্য দুপুর ১২-টায় যেলার হরিপুর থানাধীন খিরাইচন্ডি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঠাকুরগাঁও সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় যেলা সেক্রেটারী আমীনুর রহমান। সোনামণি কেনদ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও সোনামণি মেহেরপুর যেলার পরিচালক সা‘দ আহমাদ। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম কলেজের বিশেষ কাজে পঞ্চগড় থেকেই ফেরৎ আসতে বাধ্য হন। ফলে তাঁর স্থলে পঞ্চগড় যেলা সেক্রেটারীকে সেখানে পাঠানো হয়।

ধোবাউড়া, ময়মনসিংহ ১৯শে জুন রবিবার : অদ্য বাদ আছর যেলার ধোবাউড়া থানার উদ্যোগে মেকিয়ারকান্দা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্জ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ময়মনসিংহ যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ আলী।

চিতলমারী, বাগেরহাট ১৯শে জুন রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে চিতলমারী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক এবং শূরা সদস্য মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ইমদাদুল হক।

মহাদেবপুর, নওগাঁ ১৯শে জুন রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হুসাইনের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরীফুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফীযুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র যেলার ‘সোনামণি’ পরিচালক আব্দুর রহমান।

পিরোজপুর ২০শে জুন সোমবার : অদ্য বাদ আছর  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে স্বরূপকাঠী (নেছারাবাদ) থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ রেযাউল করীম।

কোটালীপাড়া, গোপালগঞ্জ ২২শে জুন বুধবার : অদ্য বাদ আছর যেলার কোটালীপাড়া থানাধীন পূর্ব বর্ষাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মাকছূদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আব্দুল কুদ্দূস মাষ্টার। উল্লেখ্য, অনুষ্ঠানে পার্শ্ববর্তী ৬টি মসজিদের মুছল্লীগণ অংশগ্রহণ করেন।

হাট গাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২২শে জুন বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ হাট গাঙ্গোপাড়া  এলাকার উদ্যোগে হাট গাঙ্গোপাড়া কেন্দ্রীয়  আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম ও ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইহসান ইলাহী যহীর।

শরীফপুর, জামালপুর ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার সদর থানাধীন শরীফপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মাসঊদুর রহমান ও অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ আমীর হোসেন।

গাবতলী, বগুড়া ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার গাবতলী থানাধীন মেন্দীপুর-চাকলা মাদরাসায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সাম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম।

খুলনা ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা যেলার উদ্যোগে রামাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জনাব গোলাম মুক্তাদির, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুযযাম্মিল হক, বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল মালেক ও যেলা ‘যুবসংঘে’র সভাপতি শু‘আইব হোসাইন প্রমুখ।

গাইবান্ধা-পূর্ব ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পূর্ব যেলার উদ্যোগে যেলার সাঘাটা থানাধীন ডাকবাংলা মদীনাতুল উলূম রহমানিয়া হাফেযিয়া মাদরাসার মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

মান্দা, নওগাঁ ২৪শে জুন শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মান্দা থানাধীন হাট ফতেহপুর আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাট ফতেহপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী নিযামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান ও দামনাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ নিযামুল হক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শাখার অর্থ সম্পাদক মাওলানা আব্দুল জাববার। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সুধী অনুষ্ঠানে যোগদান করেন।

পাবনা ২৪শে জুন শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে ব্রজনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমান।

কালাই, জয়পুরহাট ২৪শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে কালাই হাইস্কুলের ৩য় তলায় এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ২৪শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার কামারখন্দ থানাধীন বড়কুড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল বাশার আব্দুল্লাহ।

উল্লেখ্য, উক্ত মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অতঃপর শিকদার হোসাইনকে সভাপতি ও কাযী আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’ বড়কুড়া শাখা গঠন করা হয়।

ইসলামপুর, জামালপুর ২৪শে জুন শুক্রবার : অদ্য বাদ বেলা ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার ইসলামপুর থানাধীন ঢেঙ্গারগড় আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান বিন আব্দুল বারী।

উল্লেখ্য, অতিথিবৃন্দ অত্র মসজিদসহ পার্শ্ববর্তী মসজিদগুলিতে জুম‘আর খুৎবা প্রদান করেন।

ঝিনাইদহ ২৪শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেয জামীলুর রহমান ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

 







ইসলামী সম্মেলন
মাসিক তাবলীগী ইজতেমা
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
সেমিনার
কাশ্মীরী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হউন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
সোনামণি
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রবাসী সংবাদ (সঊদী আরবের দাম্মাম শাখা কর্তৃক ওমরাহ সফর)
২১তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
আরও
আরও
.