বিলনাথার, ধুনট, বগুড়া ২৭শে জুন বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট থানাধীন বিলনাথার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বিলনাথার শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেয নজীবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, ধুনট উপযেলা সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক, বিলনাথার শাখার সভাপতি হাফেয মাওলানা আব্দুল বাসেত ও ‘যুবসংঘ’-এর কর্মী মাষ্টার মাসঊদুর রহমান প্রমুখ।

শৈল ধুকড়ী, ধুনট, বগুড়া ৯ই জুলাই সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট থানাধীন শৈল ধুকড়ী জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শৈল ধুকড়ী শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক, সাংগঠনিক সম্পাদক ফরাইযুল ইসলাম, ইসলামপুর (ঈশ্বরঘাট) শাখার সভাপতি তবীবুর রহমান প্রমুখ।

নিমগাছী, ধুনট, বগুড়া ১০ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার ধুনট থানাধীন নিমগাছী কেন্দ্রীয় জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নিমগাছী এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয আবুবকর ছিদ্দীক্বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মাওলানা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, ধুনট উপযেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু ছায়েম ও নিমগাছী এলাকা সভাপতি মুহাম্মাদ আবু সাঈদ প্রমুখ।

নূরুলহুদা, দিনাজপুর-পশ্চিম ৪ঠা আগষ্ট শনিবার : অদ্য বাদ যোহর যেলার পার্বতীপুর থানাধীন নূরুলহুদা জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ডাঙ্গারহাট এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ ও স্থানীয় সুধী খলীলুল্লাহিল হাদী নাফীস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’ পার্বতীপুর উপযেলার সহ-পরিচালক মুহাম্মাদ বেলাল হোসাইন।






আরও
আরও
.