কোমরগ্রাম-পূর্বপাড়া, জয়পুরহাট ২০শে জানুয়ারী’১৭ শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে কোমরগ্রাম-পূর্বপাড়া মাঠে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহপাক একদল মানুষকে জান্নাতের জন্য ও একদল মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এজন্য তিনি জান্নাত ও জাহান্নামের দু’টি রাস্তা দেখিয়ে দিয়েছেন। আর সে পথ হ’ল পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথ। অতএব সমাজের অসন্তুষ্টির বিনিময়ে হ’লেও যেকোন মূল্যে আমাদেরকে সে পথেই ফিরে যেতে হবে। তিনি বলেন, সমাজের উল্টা স্রোতকে ছিরাতে মুস্তাক্বীমের পথে ফিরিয়ে আনার জন্য আখেরাত পিয়াসী ঈমানদারগণের জামা‘আতবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই। উক্ত প্রচেষ্টায় সাথী হওয়ার জন্য তিনি সকলকে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর চলন্ত কাফেলায় শরীক হওয়ার আহবান জানান।

উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব,  প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমীন।

উল্লেখ্য যে, মুহতারাম আমীরে জামা‘আত এদিন নওদাপাড়া মারকায থেকে বাদ আছর সফরসঙ্গীদের নিয়ে জয়পুরহাট রওয়ানা হন এবং রাত পৌনে ৮-টায় সভাস্থলে পৌঁছেন। বাকীগণ বিভিন্নভাবে জুম‘আর আগেই সেখানে পৌঁছে যান।

যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র পূর্ব ব্যবস্থাপনা মতে এদিন যেলার বিভিন্ন স্থানে ১১টি মসজিদে কেন্দ্রীয় মেহমানগণ জুম‘আর খুৎবা প্রদান করেন। যেমন (১) শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ- অধ্যাপক মাওলানা মুহাম্মাদ  নূরুল ইসলাম (মেহেরপুর), (২) কোমরগ্রাম-পূর্বপাড়া বড় জামে মসজিদ- ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (৩) দাশড়া-মালিগাড়ী, অধ্যাপক আমীনুল ইসলাম (রাজশাহী), (৪) কোমরগ্রাম-পশ্চিমপাড়া, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), (৫) চকবিলা, জামালগঞ্জ- তরীকুয্যামান, শূরা সদস্য (মেহেরপুর), (৬) সরদার পাড়া, জামালগঞ্জ- আলহাজ্জ হাসানুল্লাহ (মেহেরপুর), (৭) পলিকাদোয়া মহিলা মাদরাসা জামে মসজিদ- হাবীবুল্লাহ (সিরাজগঞ্জ), (৮) বুড়াইল ফাযিল মাদরাসা জামে মসজিদ- শামীম আহমাদ (সভাপতি, সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’), (৯) ঘোনাপাড়া- মুহাম্মাদ ওয়াসীম (সেক্রেটারী, সরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’), (১০) পলিকাদোয়া-পূর্বপাড়া- আবুল কালাম (কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, ‘যুবসংঘ’), (১১) মামূদপুর- সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা)।

সম্মেলনে পৃথক প্যান্ডেলে মহিলা শ্রোতা সহ বিপুল লোক সমাগম হয়। পার্শ্ববর্তী দুই নওগাঁ, দুই দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম, রংপুর ও বগুড়া সহ মোট ১০টি সাংগঠনিক যেলা থেকে রিজার্ভ গাড়ী সমূহ নিয়ে কর্মীরা সম্মেলনে যোগদান করেন।






আরও
আরও
.