নওদাপাড়া, রাজশাহী, ২৫শে এপ্রিল ২০২০ : অদ্য স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা আল-‘আওন জনসেবার পরিধি বিস্তারের লক্ষ্যে ফ্রি টেলিমেডিসিন সেবা শুরু করে। দেশে করোনা ভাইরাসের ক্রমবিস্তারের প্রেক্ষাপটে ১লা রামাযান থেকে এই টেলিমেডিসিন সেবার উদ্বোধন করা হয়। রামাযান মাসে পুরুষদের জন্য প্রতিদিন দুপুর ২-৪টা (০১৭১১-১০২৫৪৬, ০১৭২৩-৭৭১০৯০, ০১৭২৫-৬৪৭৪১৩, ০১৭১০-৪৪০৫৯৭, ০১৯২০-৭০৩৮৩৫) এবং মহিলাদের জন্য বেলা ১০-১২টা (০১৭১১-৮১০৮০৭, ০১৭৬৬-৯৮২৪৫৬, ০১৯৫৯-২১৪৪৪৫) পর্যন্ত এই সেবা দেয়া হচ্ছে। এতে দায়িত্ব পালন করছেন আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন, আল-‘আওন নারায়ণগঞ্জ যেলা সভাপতি ডা. আবূ নাঈম মুহাম্মাদ, ডা. শওকত হাসান মিঠু, ডা. যুবায়ের ইসলাম, ডা. ছাবিত বিন হান্নান, ডা. নাসরিন আখতার, ডা. তাসলীমা, ডা. শারমিন আখতার প্রমুখ।






আরও
আরও
.