‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন যেলায় আঞ্চলিক প্রশিক্ষণ ২০১৭ অনুষ্ঠিত হয়। অধিকাংশ প্রশিক্ষণ শিবির কেন্দ্রের দেওয়া বিধি অনুযায়ী বৃহস্পতিবার বাদ আছর হ’তে পরদিন জুম‘আর ছালাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে সংশ্লিষ্ট মসজিদে তাহাজ্জদ ছালাত অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ পূর্ব নির্ধারিত বিষয় সমূহে প্রশিক্ষণ প্রদান করেন। বিবরণ নিম্নরূপ।-
(১) নওদাপাড়া, রাজশাহী ২রা ও ৩রা নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বৃহস্পতিবার বাদ আছর নওদাপাড়া আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকার।
(২) নন্দলালপুর, কুষ্টিয়া ৩রা নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার হাশীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।
(৩) ডাকবাংলা, ঝিনাইদহ ৭ই নভেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। উক্ত প্রশিক্ষণে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(৪) বামুন্দী, গাংনী, মেহেরপুর ১১ই নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলার গাংনী থানাধীন বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান, কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। উক্ত প্রশিক্ষণে মেহেরপুর ও কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(৫) পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ১৪ই নভেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন ও প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন।
(৬) গোবরচাকা, খুলনা ১৪ই নভেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর শহরের গোবর চাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।
(৭) শোলক, উযীরপুর, বরিশাল ১৫ ও ১৬ই নভেম্বর বুধ ও বৃহস্পতিবার : অদ্য বৃহস্পতিবার বাদ আছর বরিশাল যেলার উযীরপুর উপযেলাধীন শোলক বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আলতাফ হোসাইন ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক রফীকুল ইসলাম নাছির। উল্লেখ্য, প্রশিক্ষণে বরিশাল-পূর্ব ও পিরোজপুর সাংগঠনিক যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(৮) কালদিয়া, বাগেরহাট ১৬ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের উপকণ্ঠে আল-মারকাযুল ইসলামী কালদিয়া সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।
(৯) মহিষখোচা, লালমণিরহাট ১৬ই নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আশরাফুল আলম, কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হামীদুল হক ও সাধারণ সম্পাদক সোহরাব হোসাইন প্রমুখ। অত্র প্রশিক্ষণে লালমণিরহাট এবং কুড়িগ্রাম-উত্তর ও দক্ষিণ যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১০) কুলনিয়া, দোগাছি, পাবনা ১৬ ও ১৭ই নভেম্বর, বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বৃহস্পতিবার বাদ আছর পাবনা যেলার সদর থানাধীন কুলনিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। প্রশিক্ষণে পাবনা ও সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলনে’র দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে বিষয়গুলোর উপরে উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন পাবনা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি শীরীন বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাওহীদ হাসান, তৃতীয় স্থান অধিকার করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আফতাবুদ্দীন। সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করেন আব্দুল কুদ্দূস, দ্বিতীয় স্থান অধিকার করেন মাসঊদুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন হেদায়াতুল্লাহ। অনুষ্ঠানে বিজয়ীদেরকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়।
(১১) বাঁকাল, সাতক্ষীরা ১৭ ও ১৮ই নভেম্বর শুক্র ও শনিবার : অদ্য বৃহস্পতিবার বাদ আছর হ’তে যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আলতাফ হোসাইন ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।
(১২) ছোট বেলাইল, বগুড়া ১৭ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। প্রশিক্ষণে বগুড়া ও জয়পুরহাট যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১৩) কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ২২শে নভেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নারায়ণগঞ্জ যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা ছফিউল্লাহ খান। প্রশিক্ষণে নারায়ণগঞ্জ ও নরসিংদী যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১৪) শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ২২শে নভেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ, অর্থ সম্পাদক রফীকুল ইসলাম ও যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম। প্রশিক্ষণে চাঁপাই-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলার ‘আন্দোলন’-এর দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১৫) কুলাউড়া, মৌলভীবাজার ২৩ ও ২৪শে নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বৃহস্পতিবার বাদ মাগরিব যেলার কুলাউড়া থানাধীন দক্ষিণ মাগুরা মসজিদুত তাক্বওয়াতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মৌলভী বাজার যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদেকুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।
(১৬) বংশাল, ঢাকা ২৪শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় রাজধানীর বংশালস্থ যেলা কার্যালয়ে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।
(১৭) গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২৪শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ আব্দুর রহীম ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আবূ হানীফ। প্রশিক্ষণে নছীহতমূলক বক্তব্য প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নূরুল ইসলাম প্রধান। উল্লেখ্য, প্রশিক্ষণে গাইবান্ধা-পশ্চিম ও দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১৮) সেনগ্রাম, সিলেট ২৫শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার জৈন্তাপুর থানাধীন সেনগ্রাম সালাফিয়া দাখিল মাদরাসা সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মীযানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন অত্র মাদরাসার শিক্ষক মাওলানা হারূণুর রশীদ। প্রশিক্ষণে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।
(১৯) রঘুরামপুর, ফুলপুর, ময়মনসিংহ ২৫শে নভেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলার ফুলপুর থানাধীন রঘুরামপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সস্পাদক মুহাম্মাদ এরশাদুদ্দীন।
(২০) দিগপাইত, সরিষাবাড়ী, জামালপুর ৩০শে নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বেলা ১২-টায় যেলার সরিষাবাড়ী থানাধীন দিগপাইত আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক আঞ্চলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ক্বামারুয্যামান বিন আব্দুল বারী ও টাঙ্গাইল যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল ওয়াজেদ। উল্লেখ্য, প্রশিক্ষণে জামালপুর-উত্তর ও দক্ষিণ এবং টাঙ্গাইল যেলার দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।