গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. আবু ওবায়দাহ বিন জাররাহ (রাঃ)।

২. যায়েদ বিন ছাবিত (রাঃ)।        ৩. ৭ বছর।

৪. মূসা (আঃ)।                    ৫. নমরূদ।

গত সংখ্যার মেধা পরীক্ষা (স্বদেশ)-এর সঠিক উত্তর

১. চট্টগ্রাম বিভাগ (৩৩,৭৭১ বর্গ কি. মি.)।         

২. সিলেট বিভাগ (১২,৫৯৬ বর্গ কিমি)।

৩. ঢাকা বিভাগ।                ৪. সিলেট বিভাগ।

৫. রাঙামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)।      

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. রাসূল (ছাঃ) মক্কার বাইরে প্রথম কোন দেশ সফর করেন?

২. কোন ছাহাবী ১০ বছর রাসূল (ছাঃ)-এর খেদমত করেন?

৩. রাসূল (ছাঃ)-এর কোন স্ত্রীর জানাযা পড়ানো হয়নি?

৪. আহলেহাদীছগণের প্রথম সারির সম্মানিত দল কোনটি?

৫. কোন নারী বন্ধ্যা ও বৃদ্ধা হওয়ার পরও সন্তান লাভ করেছিলেন?

সংগ্রহে : মুহাম্মাদ ইবরাহীম খলীল

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. আয়তনে বাংলাদেশের ছোট যেলা কোনটি?

২. আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি?

৩. জনসংখ্যায় বাংলাদেশের বড় যেলা কোনটি?

৪. জনসংখ্যায় বাংলাদেশের ছোট যেলা কোনটি?

৫. জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি?

৬. জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ১৮ই নভেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স এলাকার উদ্যোগে সোনামণি মারকায এলাকার প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে মারকাযের একাডেমী ভবনের তৃতীয় তলার হল রুমে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন ও ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম, মারকায এলাকার উপদেষ্টা নযরুল ইসলাম ও লতীফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার মোট ৩৫ জন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

পবা, রাজশাহী ২৭শে নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৭-টায় বালিয়াডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গা মসজিদ-এর ইমাম জনাব আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও সোনামণি রাজশাহী মহানগরীর সহ-পরিচালক আকমাল হোসাইন। অনুষ্ঠানে সোনামণি সংগঠনের নীতিবাক্য সুন্দরভাবে বলতে পারায় দু’জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে প্রায় সত্তর জন সোনামণি বালক-বালিকা অংশগ্রহণ করে।






আঞ্চলিক শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড)
যেলা সম্মেলন : রংপুর-পশ্চিম (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
তাবলীগী সভা
সংগঠন সংবাদ
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
প্রবাসী সংবাদ (মাসিক ইজতেমা)
আরও
আরও
.