এ.কে.এম মুছত্বফা

কুমারখালী, পিরোজপুর।

একদিন এক সওদাগর যাচ্ছে ঘোড়ায় চড়ে

হঠাৎ করে পথের মাঝে ঘোড়াটি যায় মরে।

রাতারাতি সওদাগর ঐ পথেরই পাশে

ঘোড়াটি তার কবর দিয়ে দেশে ফিরে আসে।

সকাল বেলা সবাই দেখে নতুন একটি কবর

সারাদেশে ছড়িয়ে পরে এই আজব খবর।

এটা দেখে অবাক হয়ে চিন্তা করে সবে

হয়তো বা এটা কোন পীরের কবর হবে।

প্রতিদিন দেখতে আসে লোক হাযার হাযার

এমনি করে ঐ কবরটি হয়ে যায় পীরের মাযার।

কেউ এখানে শিরনি মানে, কেউ আগর বাতি

কেউ বা আবার পড়ে থাকে সারা দিবা-রাত্রি।

খাদেমরূপী কিছু লোক হেথায় এসে জোটে

মানত পাওয়া যত কিছু সবই তারা লোটে।

আরও কিছু ভন্ড ফকীর এখানে হয় জড়ো

দিনে দিনে মাযারখানা হয় অনেক বড়।

ঐ মাযারের সুনাম এখন সারা দেশ জোড়া

কেউ জানে না হেথায় আছে মরা একটা ঘোড়া।






আরও
আরও
.