আটাত্তরে তোমার পদযাত্রায় হক পেয়েছে দেশবাসি

তখন হ’তে তোমার সাথে বহু মানুষ আছে মিশি

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

তোমায় পেয়ে হক পেয়েছি অাঁধার গেছে ঘুচি,

অহি-র আলোয় জীবন আলোকিত বলে আমি খুশি,

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

শিরক ও বিদ‘আত আগে বুঝিনি বুঝেছি এ পথে আসি

আমার কত বন্ধু ছিল তারা জাহেলী স্রোতে গেছে ভাসি

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

জন্মসূত্রে আহলেহাদীছ হয়েও বুঝতাম না কুরআন-হাদীছ

হক যেন ছিল অজানা মোর ছিল না তার হদিছ।

তোমার মাঝেই হক পেয়ে তাইতো বড় খুশি

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

বিশ্ব ভুবনে হকের সন্ধানে

ব্যাকুল কত আদম সন্তান,

এ কাজেই লিপ্ত থেকে কাটায় তারা দিবানিশি!

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

বহু মানুষ শুদ্ধ হয়েছে ফিরেছে তাদের হুঁশ

সঠিক আমল করতে শিখেছে তোমার পথে আসি

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

তোমার কণ্ঠরোধ করিতে তোমার হিম্মত দমিয়ে দিতে

কত অপশক্তি বেঁধেছিল জোট চক্রান্ত করেছে সকলে মিলে মিশি

তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে সব গেছে বানে ভাসি

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।

হকের খোঁজে কেউ কবর-মাযারে যায়

কেউ মন দেয় তরীকায়

কেউবা আবার পীরের পায়ে ভক্তিতে চুমু দেয়।

সবই ভুল বুঝে লাগে না কাজে

অহি-র আলোতে গিয়েছে ধূলায় মিশি,

‘যুবসংঘ’ তোমায় ভালবাসি।







আরও
আরও
.