আত-তাহরীক তুমি

মুসাম্মাৎ জুলিয়া আখতার

দৌলতখালী, দৌলতপুর, কুষ্টিয়া।

আত-তাহরীক তুমি

বাতিলের তরে অগ্নি বারুদ

কাল বৈশাখীর ঝড়

তোমার দাপটে শত মিথ্যাবাদীর

কাঁপে ভীরু অন্তর।

আত-তাহরীক তুমি

যালিমের প্রাণ, করে খান খান

দাও মযলূমের মুক্তি

দুঃখে জরা হতাশ বক্ষে

জাগাও দুর্বার শক্তি।

আত-তাহরীক তুমি

সদা দুর্বার, ভেঙ্গে কর চূরমার

শত নমরূদের সিংহাসন

পাপ বিদগ্ধ মরুর ধরায়

কায়েম করতে তৎপর হক শাসন।

আত-তাহরীক তুমি

অন্ধের দৃষ্টি, গ্রীষ্মের বৃষ্টি

শরতের শিউলি ফুল

তোমার সুবাসে মত্ত আজি

সমগ্র আশরাফুল।

আত-তাহরীক তুমি

মুক্তির হাসি, সত্যের শশী

জ্বলবে চিরদিন

মিথ্যা পবনে তোমার আভা

হবে না কভু বিলীন।

***

তাবলীগী ইজতেমা

আসাদুল্ল­াহ আল-গালিব

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

নওদাপাড়া, রাজশাহী।

তাবলীগী ইজতেমা!

তুমি ’৯১ এর দুর্দমনীয় এক দাওয়াতী প্রেরণা

তুমি পালন করেছ বিশ্বের বুকে সংস্কার সাধনা

তুমি শিরক-বিদ‘আতের বিরুদ্ধে এক মরণপন যন্ত্রণা

তুমি করোনি আপোষ বাতিলের সাথে হওনি হীনমনা

তুমি শুনিয়েছ বিশ্বকে হেদায়াতের নমুনা।

তাবলীগী ইজতেমা!

তুমি ’০২ এ জঙ্গীবাদের বিরুদ্ধে সংগ্রামী চেতনা

তুমি সহ্য করোনি ইসলামের নামে এমন প্ররোচনা

তুমি দাওনি হ’তে ইসলামের সামান্য অবমাননা

তুমি ঘোষণা করেছ জঙ্গীবাদ কখনো জিহাদ হয় না

তুমি চরমপন্থার বিরুদ্ধে এক লক্ষ্যভেদী নিশানা

তাবলীগী ইজতেমা!

তুমি ’০৫ এর শিকার সরকারী বর্বরতার

তুমি তবুও এতটুকু দমনি চেয়েছিল যা সরকার

তুমি চলেছ অবিরাম গতিতে হয়েও ষড়যন্ত্রের শিকার

তুমি করছ প্রচার কুরআন-সুন্নাহ জানে বিশ্ব দরবার

তুমিই পার দেখিয়ে দিতে রাস্তা সফলতার।

***

আত-তাহরীকের আলো

ছানাউল্লাহ আববাসী

রসূলপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।

মন শুধু চায় পেতে তাহরীকের আলো

ধুয়ে মুছে যাক চলে যাক সকল আধার কালো

এ আলোয় মধু মাখা নবরূপে দিক দেখা

সকলের প্রাণ সখা হোক সে ভালো

মন পেতে চায় শুধু তাহরীকের আলো।

জীবনে আছে যত সুখ হাসি গান

ব্যথা-বেদনায় ঘেরা দুঃখ অফুরাণ।

সব ব্যথা দূর করে তাহরীকের অহি-র জ্ঞান।

তাই মন শুধু খোঁজে তাহরীকের আলো

ধুয়ে মুছে চলে যাক সকল আধার কালো।

***

আত-তাহরীক

মুহাম্মাদ আবুল ফযল খন্দকার

রামশার কাযীপুর, নলডাঙ্গা, নাটোর।

কে দিয়েছে নাম তোমার আত-তাহরীক,

খোঁজ শুধু হক, সন্ধান দাও সঠিক।

আল­াহর দীদার পাইতে তাইতো তোমায় পড়ি।

বাতিলকে ছুড়ে ফেলে সঠিকের সন্ধান করি।

তোমার নামের অর্থ হয় ‘বিশেষ আন্দোলন’,

সকল বাধা পেরিয়ে হোক তোমার বিচরণ।

জ্ঞানপাপিদের কাছে তুমি হবে না তো ভালো,

তাই বলে তোমার আবার কি এলো-গেলো?

জেগে থেকে ঘুমালে কারও যায় না ঘুম ভাঙ্গা,

একবার পড়েই দেখো আত-তাহরীক কি চাংগা!

হক কথায় বন্ধু বেজার গরম ভাতে বিড়াল

ছহীহ হাদীছ দিয়ে তুমি রোধ কর যঈফ ও জাল।

ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ে কর গবেষণা

অনেক বিদ‘আতীর আছে তা আজও অজানা।

তুমি যে জ্ঞানের আলো জাগিয়েছো সাড়া

তাইতো সব ছেটে ফেলে তোমাকে এত পড়া।

প্রতিটি পাতা তোমার পড়তে লাগে ভালো

তুমিইতো দিয়েছ আমায় সঠিক পথের আলো।

শিরক বিদ‘আতে ভরে গেছে মোদের এই দেশটা

অহি-র দাওয়াত দিয়ে কর তুমি ভুল ভাঙ্গানোর চেষ্টা।

সামনের দিকে এগিয়ে চল পিছু হঠবে না কভু

তোমার সাথে আছেন মহান আল­াহ প্রভু।

তাওহীদের পতাকা উড্ডীন করতে আত-তাহরীক পড়।

বাতিলকে বাদ দিয়ে অহি-র আলোয় জীবন গড়।






আরও
আরও
.