মোরা ফোটা ফুল, তোমরা মুকুল এসো গুল-মজলিসে

ঝরিবার আগে হেসে চলে যাব- তোমাদের সাথে মিশে।

মোরা কীটে-খাওয়া ফুলদল, তবু সাধ ছিল মনে কত

সাজাইতে ঐ মাটির দুনিয়া ফিরদৌসের মতো।

আমাদের সেই অপূর্ণ সাধ কিশোর-কিশোরী মিলে

পূর্ণ করিও, বেহেশ্‌ত এনো দুনিয়ার মাহফিলে।

মুসলিম হয়ে আল্লাহকে মোরা করিনিকো বিশ্বাস,

ঈমান মোদের নষ্ট করেছে শয়তানী নিঃশ্বাস!

ভাইয়ে ভাইয়ে হানাহানি করিয়াছি, করিনি কিছুই ত্যাগ,

জীবনে মোদের জাগেনি কখনও বৃহতের অনুরাগ!

শহীদী-দর্জা চাহিনি আমরা, চাহিনি বীরের অসি,

চেয়েছি গোলামী, জাবর কেটেছি গোলামখানায় বসি।

তোমরা মুকুল, এই প্রার্থনা করো ফুটিবার আগে,

তোমাদের গায়ে যেন গোলামের ছোঁয়া জীবনে না লাগে।

গোলামের চেয়ে শহীদী-দর্জা অনেক ঊর্ধ্বে জেনো;

চাপরাশির ঐ তকমার চেয়ে তলোয়ারে বড় মেনো!

আল্লাহর কাছে কখনও চেয়ো না ক্ষুদ্র জিনিস কিছু,

আল্লাহ ছাড়া কারও কাছে কভু শির করিয়ো না নীচু!

এক আল্লাহ্ ছাড়া কাহারও বান্দা হবে না, বলো,

দেখিবে তোমার প্রতাপে পৃথিবী করিতেছে টলমল!

আল্লাহকে বল, ‘দুনিয়ায় যারা বড়, তার মতো করো,

কাহাকেও হাত ধরিতে দিয়ো না, তুমি শুধু হাত ধরো।’

এক আল্লাহকে ছাড়া পৃথিবীতে করো না কারেও ভয়

দেখিবে অমনি প্রেমময় আল্লাহ, ভয়ংকর সে নয়!

আল্লাহকে ভালোবাসিলে তিনিও ভালোবাসিবেন, দেখো!

দেখিবে সবাই তোমারে চাহিছে আল্লাহকে ধরে থেকো!

-কাজী নজরুল ইসলাম








তোমার পথে - ইউসুফ আল-আযাদপ্রভাষক, হালবা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসাবাসাইল টাংগাইল।
পথহারা পথিক - মুহাম্মাদ আনিসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
মুখোশ উন্মোচন - মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদমার্কেটিং বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর।
শিশুর মত কর হেফাযত
মুসলিম মুজাহিদ
শিক্ষক প্রশিক্ষণ
কে বলে নিরাকার? - মুস্তফা কামালবুড়িমারী, পাঠগ্রাম, লালমণিরহাট।
আশা-দুরাশা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
আনন্দময় রামাযান
করোনা ভাইরাস
ওরা বাঙালীর রক্ত চুষে খায় - কে.এম. নযরুল ইসলাম নারায়ণপুর, পাংশা, রাজবাড়ী।
আত-তাহরীক স্মরণে - অনুক্ত মিত্রতালা, সাতক্ষীরা।
আরও
আরও
.