আবুল কাসেম

 গোভীপুর, মেহেরপুর।

রামাযানের ঐ চাঁদ উঠেছে

এলো রহমত নিয়ে,

ছিয়াম পালন করতে হবে

গুনাহ যাবে ক্ষয়ে।

ভোরের রাতে মুয়ায্যিন ডাকে

সময় হ’ল ওঠরে,

সাহারী খাও ছিয়ামকারী

ছালাত আদায় কর ফজরে।

আল্লাহ মোদের দান করেছেন

রহমতের একটি মাস,

ছালাত পড় ছিয়াম কর

হবে না কভু নিরাশ।

ছিয়ামকারীর বিনিময় দিবেন

আল্লাহ নিজ হাতে,

সেদিন তোমরা লাভ করবে

আমলনামা ডান হাতে।

হাযার মাসের চেয়ে উত্তম

ক্বদরের ঐ একটি রাত,

তোমরা যদি নিতে পার

জাগো শেষের দশটি রাত।

ছালাত পড়, ছাদাক্বা কর

মনে রেখ এক আশা,

আল্লাহর কাছ পাবে তোমরা

প্রতিদান ভালবাসা।






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
আরও
আরও
.