আবুল কাসেম

 গোভীপুর, মেহেরপুর।

রামাযানের ঐ চাঁদ উঠেছে

এলো রহমত নিয়ে,

ছিয়াম পালন করতে হবে

গুনাহ যাবে ক্ষয়ে।

ভোরের রাতে মুয়ায্যিন ডাকে

সময় হ’ল ওঠরে,

সাহারী খাও ছিয়ামকারী

ছালাত আদায় কর ফজরে।

আল্লাহ মোদের দান করেছেন

রহমতের একটি মাস,

ছালাত পড় ছিয়াম কর

হবে না কভু নিরাশ।

ছিয়ামকারীর বিনিময় দিবেন

আল্লাহ নিজ হাতে,

সেদিন তোমরা লাভ করবে

আমলনামা ডান হাতে।

হাযার মাসের চেয়ে উত্তম

ক্বদরের ঐ একটি রাত,

তোমরা যদি নিতে পার

জাগো শেষের দশটি রাত।

ছালাত পড়, ছাদাক্বা কর

মনে রেখ এক আশা,

আল্লাহর কাছ পাবে তোমরা

প্রতিদান ভালবাসা।






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
আত-তাহরীক স্মরণে - অনুক্ত মিত্রতালা, সাতক্ষীরা।
নামে আহলেহাদীছ - মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদকারমাইকেল কলেজ, রংপুর।
হায় মন! - মুহাম্মাদ আনীসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
সূদ-ঘুষ
পরিচয় - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
সত্যের আলোয় - মুহাম্মাদ সাজিদুর রহমান কোনাবাড়িয়া, বাগমারা, রাজশাহী।
আহবান - মুহাম্মাদ সিরাজুদ্দীনশৌলমারী, জলঢাকা, নীলফামারী।
শাসন নামে শোষণ - আবুল কাসেমগোভীপুর, মেহেরপুর।
সন্ত্রাস - মুহাম্মাদ শহীদুল্লাহনলত্রী, পানিহার, গোদাগাড়ী, রাজশাহী।
আল্লাহকে স্মরণ করি
প্রিয় আত-তাহরীক
তাবলীগী ইজতেমা - মুহাম্মাদ ইসমাঈল হোসাইন ধূরইল, মোহনপুর, রাজশাহী।
আরও
আরও
.