জান্নাতী সওগাত

-মোল্লা আব্দুল মাজেদ

পাংশা, রাজবাড়ী।

মন পেতে চায় আল-কুরআনের আলো

ধুয়ে যাক মুছে যাক কলুষ কালো।

এ আলোয় মধু মাখা

নবরূপে দিক দেখা

সকলের প্রাণ সখা

হোক সে ভালো।

মন পেতে চায় আল-কুরআনের আলো\

জীবনের আছে যত সুখ হাসি গান

ব্যথা-বেদনায় ঘেরা দুঃখ অফুরান

সব ব্যথা দূরে থাকে

কুরআনের এ আলোকে

মন খুঁজে ফেরে যাকে

এই সে আলো,

ধুয়ে যাক মুছে যাক মনের যত কালো

তাই পেতে চাই আল-কুরআনের আলো\

জান্নাতী সওগাত কুরআনখানি

মুক্তির পয়গাম আমরা জানি

এ সুধায় মন ভরে

সঠিক জীবন গড়ে

পৃথিবীর ঘরে ঘরে

এ দীপ জ্বালো,

ধুয়ে যাক মুছে যাক সকল কালো

মন পেতে চায় আল-কুরআনের আলো।

***

ভালবাসি

-মুহাম্মাদ নওশাদ আলী

ধুরইল, মোহনপুর, রাজশাহী।

ভালবাসি পাঁচ ওয়াক্ত

শুনতে মধুর আযান।

ভালবাসি সৃষ্টিকর্তার

গাইতে গুণগান।

ভালবাসি আকাশের বুকে

জেগে উঠা নীল।

ভালবাসি রাতের আকাশ

তারা ঝিলমিল।

ভালবাসি দ্বীনের দাওয়াত

সত্য ন্যায়ের ভাষা।

ভালবাসি মনে রাখতে

সঠিক পথে চলার সকল আশা।

ভালবাসি আত-তাহরীক

গাই সাম্যের গান।

ভালবাসি আল্লাহর পথে

জীবন করতে দান।

ভালবাসি বিশ্বাস করতে

আল-কুরআন ও হাদীছ,

ভালবাসি গর্ব করতে

মোরা যে আহলেহাদীছ\

***

প্রার্থনা

- হাফেয মুহাম্মাদ আনীসুর রহমান

বিপিএ, সারদা, রাজশাহী।

হে প্রভু দাও শক্তি বেঁচে থাকার মত

সুহালে যেন পেরুতে পারি সামনে বাধা যত।

আসে যদি শত বাধা নত যেন না হয় শির

অটল থাকার সাধ্য দাও প্রভু গড়তে মহাবীর।

পুষ্পের মত যেন গন্ধ বিলাই সবিতার মত আলো

ধরণীর মাঝে পাই যেন করুণা আশিস যত ভালো।

জীবন গগনে না আসে কভু কাল বৈশাখীর ঝড়

কৃপা করে মোদের দান কর প্রভু যা কিছু কল্যাণকর।

তোমার তরেই সব শক্তি তুমিইতো অন্তর্যামী,

তাইতো তোমায় ত্যক্ত করি তোমার সৃষ্টি আমি।

অমঙ্গল চাই না, চাই মঙ্গল, নাও আছে যা জানা

স্রষ্টা তুমি মঞ্জুর কর, সৃষ্টির এ প্রার্থনা।

***

অনুতপ্ত

-মুসাম্মাৎ জুলিয়া আখতার

দৌলতখালী, দৌলতপুর, কুষ্টিয়া।

জাহেলিয়াতের ঘোর তমসায়

তুলেছি দুই হাত

কবুল করো ওগো প্রভু

এই পাপীর মুনাজাত।

ঈর্ষার ঐ হিংস্র অনলে

জ্বলি দিবস রাত

করুণাকামী দয়াময়

আমায় দাও গো নাজাত।

স্বার্থপরতা আর ধৃষ্ঠতার জালে

বন্দী হয়েছি আমি

দ্বীনের মশাল অন্তরে জালিয়ে

মুক্ত কর প্রভু তুমি।

মিথ্যা আর ছলনায় ঠকে

সদা নিবেদিত এই প্রাণ

সব প্রবৃত্তি ধ্বংস করতে

দাও প্রভু মোরে ঈমান।

দাম্ভিকতার এই হৃদয় জুড়ে

বসেছে শত্রু শয়তান

দূর কর কলুষতা, চিত্তে জ্বালাও ঐশী শিখা

সত্যের আল-কুরআন।

দূর কর বাতিল কামনা

তোমার কাছে মোর এই প্রার্থনা

যেন জাহান্নামের আগুন হ’তে

একটু মুক্তি পাই।

***






আরও
আরও
.