তাক্বওয়া

আতিয়ার রহমান

মাদরা, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।

বলতে পার এই বসুধায় কোন সে আসল মুত্তাক্বী?

বেশটি যাহার হয় রাসূল (ছাঃ)-এর পয়লা তাকে ভাবছ কি?

ভাবতে পার সঠিক এটা ভাবনা তোমার মন্দ না,

চিন্তা করার মুক্ত দুয়ার কারো তরে বন্ধ না।

সঙ্গী যাহার নিত্য দিনের সূদ, ঘুষ আর দুর্নীতি,

রাসূল (ছাঃ)-এর ঠিক থাকলে পোষাক সেও কি হবে মুত্তাক্বী?

রাখলে কিছু অর্থ-কড়ি সংগোপনে তাহার কাছ,

পাইতে ফেরৎ সঞ্চয়ী সে বহুত বহুত পাচ্ছে লাজ।

আল্লাহর দেওয়া বিধান যত দু’চরণে দললো যে,

প্রান্তসীমা পেরিয়ে সদা বিপক্ষতে চললো যে,

সবাই তাকে বলছে মুখে, লোকটা বেজায় মুত্তাক্বী!

লম্বা জামা, পাগড়ি শিরে আল্লাহভীতির শর্ত কি?

লক্ষ টাকার লোভটা যে জন ছাড়তে পারে নিঃশেষে,

সুন্দরীর ঐ হাত ছানিতে দেয় না সাড়া দিন শেষে।

সত্য কথা যার মুখেতে নিত্য দিনে শুনতে পাই,

পরের হিতে যে জনেতে হরহামেশা জান খোয়ায়,

পোষাক কিছু ঘাটতি বলে মুত্তাক্বী কেউ বলবে না,

চালবাজি আর প্রতারণা আল্লাহর কাছে চলবে না।

আল্লাহ ভীতি যার হৃদয়ে সব সময়ে হয় না ভুল,

এটাই হ’ল ঠিক তাক্বওয়া ভক্ত আল্লাহর শক্ত মূল।


প্রভাতের ছবি

ওবায়দুল্লাহ

ভায়া লক্ষ্মীপুর, চারঘাট, রাজশাহী।

এলো ঐ ঘোর তমসার বাঁধন কেটে ছুবহে ছাদিক

সহসা মধুর সুরে উঠল সে তান ছুটল সে গীত।

কি সুধা সেই সে তানে

জানিল বিশ্বজনে

শুনে সেই হৃদয়কাড়া চিত্তহরা সেই সে আযান

পড়ল সবে আল্লাহ মহান সৃজন যাহার বিশ্বজাহান।

পূরবের উতাল করা অতুল হাওয়ায় শীতল কায়া

শাখে সব ফুল পাখিদের কুজন কেকায় কোন সে মায়া!

সবুজ ঐ ঘাসের ডগায়

শিশিরে চোখ রাখা দায়

সূরুজের স্নিগ্ধ প্রভা ফিনকি দিয়ে পড়ল তাতে

কিযে এক অবাক করা চিত্র ফুটে উঠল সাথে।

চাষীগণ কোদাল হাতে লাঙ্গল কাঁধে চলল মাঠে

আচানক পড়ল সাড়া হাক ডাক ঐ পল্লী বাটে।

কৃষকের কর পরষে

সবুজের ঊর্মি হাসে

তটিনীর হিল্লোলে এক অপূর্ব বৈচিত্র্য ভাষা

কৃষকের কোমল মনে হাযার স্বপন জাগায় এসব

জাগায় তাতে লক্ষ আশা।

নামধারী মুসলিম

মুহাম্মাদ লাবীবুর রহমান

হয়বৎপুর, পার্বতীপুর, দিনাজপুর।

মুসলিম গোত্রে নিয়েছি জন্ম

হয়েছি তাই মুসলিম,

অন্তরে নাই ই।লমে দ্বীন

এ শিক্ষায় বড় উদাসীন।

লইয়াছি ডিগ্রী ইংরেজীতে,

লইয়াছি ডিগ্রী বাংলায়,

অদ্যাপি জানি না পড়িতে কুরআন

এইতো মুসলিমের পরিচয়।

বেপর্দায় মুসলিম নারী

ঘুরিয়া বেড়ায় জগৎময়,

প্রেমের নামে অবৈধ সংস্রবে

পর পুরুষের সাথে লিপ্ত হয়।

লোভের বশে অস্ত্র চালায়

সহোদর ভাই-বোনের গলায়,

পরঠকিয়ে সুখের আশায়

নিজের আবাস সাজায়।

সূদ-ঘুষের অবৈধ ব্যবসায়

কোটি টাকা করি আয়,

মিথ্যা বলিতে পরের কুৎসা গাইতে

দিলে নাহি জাগে আল্লাহর ভয়।

মুয়াযযিনের কণ্ঠে যবে

মধুর আযান শোনা যায়

মত্ত তখন টিভি দেখায়

মগ্ন তখন গান-বাজনায়।

নাহি মানি আল্লাহর আদেশ

মানি না আদেশ রাসূলের,

লম্বা কুর্তা পাগড়ী বড়

দাড়ির আকারও দীর্ঘ ঢের।

কুরআন-হাদীছ মানি না আমি

স্বীয় মর্জি মাফিক জীবন কাটাই।

আসল মুসলিম নাকি নামধারী আমি

স্বীয় মনকে জিজ্ঞাসিলে উত্তর পাই।

***

জ্ঞান

হাসানুযযামান

ইসলামিক স্টাডিজ বিভাগ

কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া।

হাদীছ হ’ল আল্লাহর অহী জেনে নিও ভাই

গড়তে জীবন করব গ্রহণ ছহীহ হাদীছ তাই।

জাল, যঈফ ও মওযূ‘ হাদীছের কোন ভিত্তি নাই,

মুক্তি পেতে এস সবাই ছহীহ হাদীছের ছায়ায়।

মিথ্যা হাদীছের আমল করে টিকবে না তা পরকালে,

সাবধান হয়ে চলতে হবে সময় কেবল ইহকালে।

ইলম নাই তবুও আলেম আসলে তারা গাজাখোর,

পাগড়ী টুপি পরছে অনেকে হয়েছে এখন জর্দ্দাখোর।

সঠিক জ্ঞান যা আছে জানা দিতে হবে সব বিলিয়ে,

নেকী হবে দ্বীনের কথা জ্ঞানহীনকে জানিয়ে।

দুনিয়াতে চাইবো নাতো এর কোন প্রতিদান,

খুশি হ’লে আল্লাহ তা‘আলা দানিবেন নে‘মত অফুরান।

এস মোরা সত্য জানতে সবাই চেষ্টা করি,

দলীল ভিত্তিক সমাধান জানতে আত-তাহরীক পড়ি।

***






আরও
আরও
.