আত-তাহরীক! কত মানুষ তোমার সন্ধানে

মাস শেষ হ’তে না হ’তেই খোঁজে তোমায়

তোমার তরে ব্যাকুল সবে, আছ তুমি কোনখানে?

কত পথহারা পেয়েছে দিশা

তোমার জ্ঞানের কল্যাণে।

তোমার মাধ্যমে নিয়েছে কত সমস্যার সুষ্ঠু সমাধান

তোমার কারণে বন্ধ হয়েছে কত বিদ‘আতী অনুষ্ঠান!

আত-তাহরীক! শিরক ও বিদ‘আত মুক্ত তুমি

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

আজি কুসংস্কার মুক্ত সমাজ তোমার শ্রেষ্ঠ উপহার।

আত-তাহরীক! তুমি মাঠে ময়দানে বিশ্ব ভুবনে

তোমায় পড়তে  আগ্রহী-উৎসাহী অসংখ্য জনগণে

আল্লাহর রাহে মানুষ করে তোমার প্রচার-প্রসার

তুমি দিশারী তাই তোমার বেড়েছে কদর।

জানা-অজানা কত মানুষ দৈনন্দিন জীবনে

প্রবন্ধ-নিবন্ধ আর মাসআলার সন্ধানে

হে প্রিয় আত-তাহরীক!

আমিও দিবা-নিশি তোমার সন্ধানে\






আরও
আরও
.