জীবনের ঠেলাগাড়ি ঠেলি দিন-রাত,

দু’বেলা জোটে যেন দু’মুঠো ভাত।

 খেয়ে পরে যায় দিন এইতো জীবন,

 হোক বা না হোক তাতে কোন অর্জন।

একমাসে যতটুকু করি রোযগার,

চাল-ডাল হয় তাতে দুই হপ্তার।

জিহবাতো চায় না সস্তা আহার,

বুঝি না কি করছি, কি করা দরকার?

এভাবেই ঘুরছে ভাগ্যের তাস,

 শেষদিকে ধার-দেনা করে যায় মাস।

দু’দিনে শোধ করি যতটুকু ঋণ,

ততটুকু ঋণ করা লাগে প্রতিদিন।

 ছোট্ট জীবন তবু কত প্রয়োজন!

আসবাব কিনতেই গেল এ জীবন।

জীবনের চাওয়া-পাওয়া করতে চাই শেষ,

তবু বহু চাহিদা হ’ল না যে শেষ।

কতটুকু ব্যয় হ’ল কতটুকু আয়,

কি খাব, কি পরব, থাকব কোথায়?

জীবনে করব বলে একটু আরাম

আজীবন শুধু ঘাম ঝরিয়ে গেলাম।

ভাল ঘুমানোর আশে নির্ঘুম রাত,

ভাল খাব সে আশায় পেটে নেই ভাত।

ভাল বাড়ি বানাব শুধু এ আশায়,

জীবনটা কেটে গেল ভাড়াটে বাসায়।

গণমানুষের তরে কিছু অবদান,

 রেখে যাব এমনটা ছিল আরমান।

আজীবন করলাম জীবন যাপন,

নিজের ঝোলাও দেখি শূন্য এখন।

 জীবনটা করে দিয়ে ভাগ-বাটোয়ারা

না হ’ল পরকাল, না হ’ল ধরা।

না হ’ল অর্জন, না হ’ল আয়েশ

হেলাফেলা করেই জীবনটা শেষ।

সারোয়ার মিছবাহ

কুল্লিয়া ৩য় বর্ষ, আল-মারকাযুল ইসলামী

আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।







আরও
আরও
.