এই পৃথিবীর পান্থশালায় আমরা মুসাফির
হেথায় এসে শূন্য ভিটায় বৃথাই বাঁধি নীড়।
ভেঙ্গে যাবে নীড়খানি এই আজকে না হয় কাল
মরণ ঝড়ে ছিঁড়ে যাবে মায়ায় বাঁধা জাল।
পড়ে রবে সুখে বাঁধা এই মমতার ঘর,
ঘরের মাঝে সবই রবে তুমি হবে পর।
নাম-যশ-খ্যাতি যত পিছে পড়ে রবে,
প্রাণ পাখি উড়ে গেলে লাশ নাম হবে।
লাশের খাতায় যেদিন আমার উঠে যাবে নাম,
কেউ নিবে না কাছে টেনে কেউ দিবে না দাম।
কাঁদবে পাশে বসে বসে স্বজন ছিল যারা,
কবর মাঝে মাটি দিয়ে আসবে ফিরে তারা।
কেউ যাবে না সঙ্গে সেদিন কেউ হবে না সাথী,
কবর মাঝে অাঁধার হবে কেউ দিবে না বাতি।
কবর মাঝে মাটি দিয়ে আসবে সবাই নীড়ে,
মুনকার-নাকীর প্রশ্ন নিয়ে আসবে তোমায় ঘিরে।
মুনকার-নাকীর আসবে পাশে শুনতে জওয়াব মোর,
সঠিক উত্তর না দিলে বিপদ হবে ঘোর।