মানুষকে আল্লাহ যত্ন করে করেছেন সৃজন

অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে দিয়েছেন প্রাণ।

প্রকাশ্য ও গোপন নে‘মত দিয়েছেন ভরে

মুমিন তা করে উপভোগ পরম ধৈর্য ধরে।

মুমিন সবে জানে দুঃখের পর সুখ আসে

অসচ্ছলতায় ক্লিষ্ট হয়ে সচ্ছলতায় ভাসে।

মহান আল্লাহ দিয়েছেন বহু নিয়ম-নীতি

মুমিন পালন করে সেসব নিয়ে আল্লাহভীতি।

নিষিদ্ধ বস্ত্তকে শয়তান করে সুশোভিত

প্রবৃত্তি খারাপ কাজে করে প্ররোচিত।

সকল কাজে ধৈর্য ধরে দৃঢ় ঈমানদার

দূর করে পাপাচার, কলুষিত অনাচার।

মানুষ যা অপসন্দ করে তা কল্যাণকর

যা ভালোবাসে তা হয়তো ক্ষতিকর।

মুমিন যখন রাতে ইবাদতে হয় রত

আল্লাহ নেকী দেন হিসাব রাখেন সতত।

বিপদাপদ মানুষকে করে না বিনাশ

বরং নিয়ে আসে রহমতের সুবাতাস।

দুঃখ-দুর্দশা মুমিনের পাপ করে মোচন

ফলে দুনিয়াতে মুমিন করে নিষ্পাপ বিচরণ।

আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান

দুনিয়াতে তাদের দ্রুত করেন শাস্তি দান।

আল্লাহ মানুষকে করেন প্রতিপালন

মুমিন সর্বাবস্থায় করে ধৈর্যধারণ।

মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা।






আরও
আরও
.