নওদাপাড়ার ইজতেমা সাড়া জাগালো দেশে
এসেছি সবাই নওদাপাড়ায় এ ইজতেমাকে ভালবেসে।
দু’দিনব্যাপী ইজতেমায় নেমেছে লাখো মুমিনের ঢল
দিচ্ছে দাওয়াত ছহীহ হাদীছের চল না সেথায় চল।
অনন্য এই মহামিলন নেইতো কোথাও আর
পথ ভোলাদের পথ দেখানো হৃদয়ে সাড়া জাগাবার।
নওদাপাড়ার ইজতেমায় শুনি কুরআন ও ছহীহ হাদীছের বাণী
তন্দ্রাহারা শ্রোতা বৃন্দের নেই শ্রান্তি নেইকো পেরেশানি।
রাজশাহী মহানগরীর উপকণ্ঠে জ্বলছে দ্বীনের আলো
ঘুচবে দেশে শিরক-বিদ‘আত তাক্বলীদের ঘোর কুয়াশা কালো।
টঙ্গীতেও ইজতেমা হয়, সেটা ছয় উছূলের জানি
দিল্লীর দেয়া ইলিয়াসী স্বপ্নে পাওয়া, কি করে তা মানি।
উরস চলে দেওয়ানবাগে, রাজারবাগে আর আটরশি ছারছিনা
যত পাপ হবে নাকি মাফ দিলে গুরুদক্ষীণা!
ফাযায়ালে যিকরের ইজতেমা দেশের যেলাগুলোতেও চালু
আমলে দেখি শূন্য সবই শুধু মরুভূমির মরিচীকা আর বালু।
নওদাপাড়ার ইজতেমা দেশে অহি-র বিধান কায়েম করতে চায়
অজানাকে দেয় জানিয়ে এ দাওয়াত সকলের তরে নির্দ্বিধায়।
আমীরে জামা‘আতের এ মহাউদ্যোগ আল্লাহ তা‘আলার দান
মঞ্চে আসীন সকলকে কর ক্ষমা দাওগো পরিত্রাণ।
সরকারকে ধন্যবাদ ইজতেমার অনুমতি দানের জন্য
জাল ঠেকাতে ছহীহ চালুতে সহযোগিতা করলে হব ধন্য।
নওদাপাড়ার এ ইজতেমা বিশ্বে হোকনা মডেল তাই
সন্ত্রাস আর জঙ্গী মুক্ত বাংলাদেশ মোরা সকলে চাই।
হরতাল, খুন, বোমাবাজি এসবে দেশে হয় না কল্যাণ কভু
কিসের আশায় এ দেশের লোকেরা এসব করে তবু?
ইসলামে নেই ফেরক্বাবাজী, হানাহানি ইজতেমার এ দাওয়াত খানি
যাক প্রতি ঘরে ঘরে সবার তরে শুধুই কুরআন-হাদীছ মানি।
ইজতেমায় উপস্থিত যারা অনুপস্থিতদের জানিয়ে দিবেন ভাই
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ মেনে সবাই মুক্তি যেন পাই।





আরও
আরও
.