নওদাপাড়া, রাজশাহী ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীতে কুল্লিয়া ১ম বর্ষের ক্লাস শুরু উপলক্ষে দারুল ইমারত আহলেহাদীছ মারকাযী জামে মসজিদে দারসুল বুখারী অনুষ্ঠিত হয়। এক ঘণ্টা ব্যাপী উদ্বোধনী দরস পেশ করেন মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক ও ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। সরাসরি ফাৎহুলবারী থেকে বুখারী শরীফের ১ম হাদীছের দরস প্রদানকালে সমবেত ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সৌভাগ্য যে, পবিত্র কুরআনের পরে শ্রেষ্ঠ হাদীছ গ্রন্থ থেকে আমরা অহি-র ইলম শিক্ষার সূচনা করছি। ‘অহি’ আল্লাহর নিকট থেকে নাযিল হয়েছে। যা অভ্রান্ত এবং চূড়ান্ত সত্যের উৎস। উক্ত সত্যের আলোকে মুসলমানের জীবন পরিচালিত হবে। অতএব আমাদের জ্ঞান অহি-র জ্ঞানের ব্যাখ্যাকারী হবে, পরিবর্তনকারী নয়। তিনি বলেন, স্রেফ আখেরাতের লক্ষ্যে আমাদের শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ করতে হবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) অহি-র প্রচারের বিনিময়ে দুনিয়া অর্জন করেননি। আল্লাহ বলেন, আমরা মানুষের বুকের মধ্যে দু’টি কলব দেইনি (আহযাব ৪)। অতএব দুনিয়া ও আখেরাত দু’টি এক সঙ্গে হাছিল করার লক্ষ্যে দ্বীন শিক্ষা করলে দু’টিই হারাতে হবে। সেকারণ ইমাম বুখারী নিজের পরিশুদ্ধ অন্তরকে প্রকাশ করার জন্য শুরুতেই নিয়তের হাদীছ এনেছেন। যদিও অধ্যায়ের শিরোনামের সাথে অত্র হাদীছের সরাসরি কোন মিল নেই। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, অনেকে অনেক রকম স্বপ্ন দেখে। তোমরা কি ইমাম বুখারীর মত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী নিজেদের জীবন ও সমাজ গড়ার স্বপ্ন দেখতে পারো না? তিনি বলেন, দুনিয়ার লোভ তোমাদেরকে পিছন দিকে টানবে। অতএব তুচ্ছ এ দুনিয়া নয়, আখেরাতে জান্নাতুল ফেরদৌস লাভের বৃহত্তম স্বপ্ন দেখ। সবশেষে তিনি ছাত্র ও শিক্ষক সকলের উদ্দেশ্যে বলেন, আসুন! আমরা নিজেদেরকে অহি-র ইলমে সমৃদ্ধ করি এবং আমাদের জীবনকে আল্লাহর উপর সোপর্দ করি।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য পেশ করেন, পরিচালনা কমিটির সদস্য ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।







আরও
আরও
.