নওদাপাড়া, রাজশাহী ২১ ও ২২শে জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার হল রুমে ‘শিক্ষক প্রশিক্ষণ ২০২১’ অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক এবং রাজশাহী মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক (অব.) জনাব আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুর্রুল হুদা ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দুর্রুল হুদা। ২দিন ব্যাপী এ প্রশিক্ষণে  বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ও শিক্ষা বোর্ডের প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সালাফী, ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান, শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, বাহরাইনের আল-ফুরক্বান ইসলামিক সেন্টারের দাঈ শরীফুল ইসলাম, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ আব্দুল্লাহিল কামাল, সহকারী অধ্যাপক মুনীরুল ইসলাম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মান্নান, গাযীপুরস্থ মারকাযুল উলূম লিছছালিহাত-এর পরিচালক মুহাম্মাদ খায়রুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে মোট ৪০টি প্রতিষ্ঠান থেকে ২০ জন প্রতিষ্ঠান প্রধানসহ ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ১ম দিন বাদ মাগরিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকবৃন্দ ‘প্রতিষ্ঠান পরিচালনা : সমস্যাসমূহ ও উত্তরণের উপায়’ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এছাড়া শিক্ষকদের ডেমো ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তাদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন মুহাম্মাদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া। ২য় স্থান অধিকার করেন মারকাযের শিক্ষক মুহাম্মাদ লতীফুল ইসলাম (রাজবাড়ী) ও ৩য় স্থান অধিকার করেন মুহাম্মাদ যিয়াউর রহমান (ঠাকুরগাঁও)। এছাড়াও ৫জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আমীরে জামা‘আতের হেদায়াতী ভাষণের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়।

শিক্ষিকা প্রশিক্ষণ : একই সময়ে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (বালিকা শাখা) মিলনায়তনে ‘শিক্ষিকা প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’-এর সভানেত্রী জনাবা তাহেরুন নেসা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপিকা গাইনী (অব.) ডা. নাসরীন সুলতানা ও ডা. শারমীন আখতার প্রমুখ। ২দিন ব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজী বিভাগের সহযোগী অধ্যাপিকা শামামা বেগম, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপিকা জয়নব খাতুন ও নাজনীন সুলতানা, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কন্সালটেন্ট ডা. তামান্না তাসনীম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (বালিকা শাখা)-র শাখা প্রধান শরীফা খাতুন, শিক্ষিকা নাছরীন সুলতানা প্রমুখ। প্রশিক্ষণে মোট ৭টি প্রতিষ্ঠান থেকে ৩ জন প্রতিষ্ঠান প্রধানসহ ৩২ জন শিক্ষিকা অংশগ্রহণ করেন।

হিফয ও মক্তব শিক্ষক প্রশিক্ষণ : ২১শে জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার ১নং কক্ষে ‘হিফয ও মক্তব শিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান, মক্তব বিভাগের শিক্ষক ক্বারী আব্দুল আওয়াল, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, রাজশাহী তারবিয়াতুল উম্মাহ একাডেমীর পরিচালক হাফেয নূরুল ইসলাম, গাযীপুরস্থ মারকাযুল উলূম লিছ ছালিহাত-এর পরিচালক জনাব খায়রুল ইসলাম, সহ-শিক্ষক আবু নাঈম তালহা ও জামালপুর যেলার মেলান্দহ থানাধীন মারকাযুস সুন্নাহ-এর শিক্ষক হাফেয হাফীযুর রহমান। প্রশিক্ষণে মোট ৪টি প্রতিষ্ঠান থেকে ১২জন হাফেয ও ক্বারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ প্রদান হয়।






ক্বারী মুহাম্মাদ ছগীরুল আলম-এর মৃত্যু সংবাদ
১৩ ঘণ্টার ব্যস্ত সফরে বাগমারা উপযেলার ৫টি স্থানে আমীরে জামা‘আত
চরমপন্থা থেকে ফিরে আসুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
ডা. আব্দুর রউফ এর মৃত্যু সংবাদ
মারকায সংবাদ
সুধী সমাবেশ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
প্রবাসী সংবাদ (আত-তাহরীক পাঠক ফোরামের উদ্যোগে পারিবারিক সমাবেশ)
মাওলানা আব্দুল মুহাইমিন খান-এর মৃত্যু
যুবসংঘ
আরও
আরও
.