প্রশিক্ষকগণের প্রশিক্ষণ
রাজশাহী ১০-১১ জুন বৃহস্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে অনুষ্ঠিতব্য দেশব্যাপী যেলা ভিত্তিক কর্মী সমাবেশ ও সংক্ষিপ্ত প্রশিক্ষণের প্রাক প্রস্ত্ততি হিসাবে দারুল ইমারত আহলেহাদীছ নওদাপাড়ায় গত ১০-১১ জুন প্রশিক্ষকগণের উদ্দেশ্যে দু’দিন ব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১ম দিন সকাল ৯-টায় অনুষ্ঠান শুরু হয় এবং দ্বিতীয় দিন জুম‘আ পর্যন্ত অব্যাহত থাকে। ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’ সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত প্রশিক্ষকগণ উক্ত প্রশিক্ষণে যোগদান করেন। দু’দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এককভাবে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।
দেশব্যাপী প্রশিক্ষণ ও কর্মী সমাবেশ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে যোগ্য কর্মী তৈরী করার লক্ষ্যে দেশব্যাপী যেলা ভিত্তিক কর্মী সমাবেশ ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচী গত ১৭ জুন থেকে শুরু হয়েছে। যা আগামী ৬ আগষ্ট পর্যন্ত চলবে। প্রতিটি প্রশিক্ষণ ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ১ম দিন বৃহস্পতিবার বাদ আছর থেকে রাত ১০-টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন শুক্রবার বাদ ফজর হ’তে জুম‘আ পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্র কর্তৃক মনোনীত প্রশিক্ষকগণ কেন্দ্রীয় আলোচ্য সূচী ও সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন। যেলাভিত্তিক সংক্ষিপ্ত রিপোর্ট বিধৃত হ’ল-
১. জয়পুরহাট ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে যেলার ক্ষেতলাল থানাধীন পলিকাদোয়া আহলেহাদীছ জামে মসজিদে ২ দিনব্যাপী কর্মী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। যেলার বিভিন্ন এলাকা থেকে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল ও অগ্রসর কর্মীগণ উক্ত প্রশিক্ষণে যোগদান করেন।
২. জামালপুর ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : যেলার ঢেঙ্গারগড় আহলেহাদীছ জামে মসজিদে দু’দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ অদ্য ১৭ জুন বৃহস্পতিবার বাদ আছর শুরু হয়ে পরদিন ১৮ জুন শুক্রবার জুম‘আ পর্যন্ত অব্যাহত থাকে। যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বামারুযযামান ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব বযলুর রহমান প্রমুখ। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সেকেন্দার আলী সহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
৩. রাজবাড়ী ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : যেলার মৈশালা আহলেহাদীছ জামে মসজিদে দু’দিন ব্যাপী কর্মী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ডঃ মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘে’র সাবেক সভাপতি ও ‘আন্দোলন’-এর রাজশাহী বিভাগীয় সম্পাদক ড. এ.এস.এম. আযীযুল্লাহ। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
৪. চাঁপাইনবাবগঞ্জ ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : যেলার বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী কর্মী সমাবেশ ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। ১ম দিন বাদ আছর হ’তে প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
৫. বাগেরহাট ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : যেলার কালদিয়া ইসলামিক কমপ্লেক্স এ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী কর্মী সমাবেশ ও প্রশিক্ষণ গত ১৭-১৮ জুন অনুষ্ঠিত হয়। প্রথমদিন বাদ আছর হ’তে শুরু হয়ে পরদিন ১৮ জুন শুক্রবার জুম‘আ পর্যন্ত অনুষ্ঠান চলে। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশীদ আখতার প্রমুখ। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলগণ সহ যেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাবলীগী ইজতেমা
নাটোর ৯ জুন বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার উদ্যোগে যেলার সদর থানাধীন বর্ণী আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আবুবকর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আযীযুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা ১৪ জুন সোমবার : অদ্য বাদ আছর যেলার আলমডাঙ্গা থানাধীন পাইকপাড়া হাইস্কুল ময়দানে এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল কুদ্দূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সুধী যোগদান করেন। নেতৃবৃন্দ সমবেত মুছল্লীদেরকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে নিজেদের সার্বিক জীবন গড়ে তোলার আহবান জানান এবং আহলেহাদীছ আন্দোলনের পতাকাতলে সমবেত হয়ে দাওয়াতী ময়দানে কাজ করার উদাত্ত আহবান জানান।
আড়াইহাযার, নারায়ণগঞ্জ ১৭-১৮ জুন বৃহস্পতি ও শুক্রবার : যেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে ২ দিনব্যাপী তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক তাবলীগ সম্পাদক ও পাঁচরুখী দারুল হাদীছ সালাফিয়ার উপাধ্যক্ষ মাওলানা শামসুল হক্ব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইহুদী-খ্রীষ্টান সভ্যতা ও সংস্কৃতির আধুনিকায়নে মুসলমানদের আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ আজ ভূলুণ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, হক সর্বযুগেই সকল আগ্রাসনের উপরে বিজয়ী হয়েছে। হকের প্রচার মানুষকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সকল কিছুর ঊর্ধ্বে উঠে এক মহাসত্যের পথ প্রদর্শন করে। এই হকের দাওয়াতই আহলেহাদীছ আন্দোলনের একমাত্র শক্তি। সে শক্তিতে উদ্ভাসিত হয়েই সারা বিশ্বে আহলেহাদীছ আন্দোলন তার দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী মুহাম্মাদ হারূনুর রশীদ, ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ছফিউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইউসুফ আলী, তাবলীগ সম্পাদক রবীউল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আলহাজ্জ মুহাম্মাদ হাসান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ মুহসিন আকন্দ, দফতর সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ, নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসাইন, ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামূন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর মোবাল্লিগ মাওলানা শফীকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার ও ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক।
নরসিংদী ১৭-১৮ জুন : যেলার নজরপুর আহলেহাদীছ জামে মসজিদে গত ১৭-১৮ জুন দু’দিনব্যাপী এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথম দিন বাদ আছর হ’তে অনুষ্ঠান শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আ পর্যন্ত অব্যাহত থাকে। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা বিভাগীয় সম্পাদক অধ্যাপক মাওলানা জালালুদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহফূযুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, দফতর সম্পাদক হাফেয ওয়াহীদুযযামান, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
পলাশপোল, সাতক্ষীরা ১৯ জুন শনিবার : অদ্য বাদ মাগরিব পলাশপোল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সদর এলাকার উদ্যোগে এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। সদর এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি ও ‘আন্দোলন’-এর মজলিসে শূরার সদস্য ড. এ.এস.এম. আযীযুল্লাহ। তাবলীগী ইজতেমায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল খালেককে সভাপতি ও মাওলানা মুহাম্মাদ আব্দুল খালেককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর এলাকা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়। তাবলীগী ইজতেমায় যেলা ও এলাকা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
চোরকোল, ঝিনাইদহ ২৩ জুন বুধবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইদহ যেলার যৌথ উদ্যোগে যেলার সদর থানাধীন চোরকোল আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আযীয, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাঈদুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ নযরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবসংঘ
কর্মী ও সুধী সমাবেশ
খানপুর, মোহনপুর, রাজশাহী ১১ জুন শুক্রবার : অদ্য বাদ আছর খানপুর বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হারূনুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ ও এলাকা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলবৃন্দ।
কৃতি ছাত্র সংবর্ধনা
কদমতলা, সাতক্ষীরা ১৯ জুন শনিবার : অদ্য বেলা সাড়ে ৩-টায় সাতক্ষীরা শহরের কদমতলা আহলেহাদীছ জামে মসজিদের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে ২০১০ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি অধ্যাপক শাহীদুয্যামান ফারূক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর শূরা সদস্য ড. এস.এস.এম. আযীযুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অনুষ্ঠানে যেলা ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুযাফফর রহমান।