আন্দোলন
যেলা সম্মেলন
দেশ পরিচালনায় সার্বিক সংস্কার আবশ্যক
-মুহতারাম আমীরে জামা‘আত
বগুড়া ২১ মার্চ বুধবার : অদ্য বিকালে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন নেসা খেলার মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর পরেও দেশের সাধারণ মানুষের অবস্থা বরং পূর্বের তুলনায় আরো শোচনীয় হয়েছে। তিনি বলেন, জাতির এই করুণ পরিণতির মৌলিক কারণ হ’ল অহি-র বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তিনি বলেন, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দেশ পরিচালিত হ’লেই তবে দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, বর্তমান সভাপতি মুযাফফর বিন মুহসিন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দীক প্রমুখ।
মুসলিম জীবনের কোন একটি অংশ ইসলামী বিধান থেকে মুক্ত নয়
-মুহতারাম আমীরে জামা‘আত
বিরামপুর, দিনাজপুর ২৮ মার্চ বুধবার : অদ্য বিকালে স্থানীয় শিমুলতলী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানকে তার বৈষয়িক জীবনের বিস্তীর্ণ অংশে আল্লাহর আনুগত্য থেকে বের করে এনে শয়তানের দাসত্ব শৃংখলে আবদ্ধ করে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে যাবতীয় বিদেশী মতবাদ পরিহার করার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, বর্তমান সভাপতি মুযাফফর বিন মুহসিন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, আল-হেরা শিল্পীগোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম (জয়পুরহাট), বিজুল দারুল হুদা কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আমীনুল ইসলাম প্রমুখ।
আহলেহাদীছ আন্দোলন মধ্যপন্থী ইসলামী আন্দোলনের নাম
-মুহতারাম আমীরে জামা‘আত
ঝিনাইদহ ৩০ মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর শহরের ঐতিহাসিক উযীর আলী হাইস্কুল মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, চরমপন্থী খারেজী ও শৈথিল্যবাদী মুর্জিয়া মতবাদের মধ্যবর্তী পথ হ’ল আহলেহাদীছ-এর পথ। আহলেহাদীছ কোন কবীরা গোনাহগার মুসলিমকে কাফির বলে না বা তার রক্ত হালাল বলে না। অনুরূপভাবে কোন গোনাহগার মুমিনকে পাকা ঈমানদার বলে না। তিনি সকলকে সাধ্যমত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন পরিচালনার আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ হারূণুর রশীদ।
আহলেহাদীছ আন্দোলন আদর্শিক ঐক্য কামনা করে
-মুহতারাম আমীরে জামা‘আত
খুলনা ১ এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর শহরের জাতিসংঘ পার্কে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা যেলার উদ্যোগে আয়োজিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, মানবজাতি শুরুতে ঐক্যবদ্ধ জাতি ছিল। আল্লাহ তাদের নিকট যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন কিতাব দিয়ে। একদল মানুষ তা মেনে নিয়ে ধন্য হয়েছে। আরেকদল লোক তা অমান্য করে হতভাগ্য হয়েছে। স্রেফ হিংসা, যিদ ও হঠকারিতা বশে তারা ঈমানদারগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আজও সে নিয়ম অব্যাহত রয়েছে। মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক বিভক্তির কারণও সেটাই। এভাবে হক থেকে বাতিল পৃথক হবে এবং হকপন্থীরা নির্যাতিত হলেও তারা আল্লাহর রহমত লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ কোন দুনিয়াবী স্বার্থে আন্দোলন করে না। বরং রাসূলুল্লাহ (ছাঃ)-এর রেখে যাওয়া আমানত পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজের আমূল সংস্কারের আন্দোলন করে। তিনি বলেন, আমরা বাতিলের সাথে আপোষ করে জগাখিচুড়ী ঐক্য চাই না। বরং সকলের সাথে আদর্শিক ঐক্য কামনা করি।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, আল-হেরা শিল্পীগোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম (জয়পুরহাট) প্রমুখ।
একজন মুসলমান তার জীবন দিতে পারে, কিন্তু ঈমান বিসর্জন দিতে পারে না
-মুহতারাম আমীরে জামা‘আত
নওগাঁ ৪ এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর শহরের নওজোয়ান মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে ও দুনিয়াবী স্বার্থের টোপ দিয়ে আহলেহাদীছ আন্দোলনকে আদর্শচ্যুত করার চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ইসলামের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থেকে প্রত্যেক মুসলমানকে যেকোন ত্যাগের বিনিময়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের মর্মমূলে দৃঢ় থাকার আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন ও মাষ্টার নিযামুল হক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি কফীলুদ্দীন সোনার, সাপাহার সরকারী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহীদুল ইসলাম।
হে মানুষ এগিয়ে চলো তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের পানে
-মুহতারাম আমীরে জামা‘আত
লালমণিরহাট ৯ এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর যেলার আদিতমারী উপযেলাধীন মহিষখোচা হাইস্কুল ও কলেজ মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমণিরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আজকের মুসলমানদের অধিকাংশ ইহুদী-নাছারাদের অনুসারী হয়ে গেছে। এদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির সর্বত্র এখন বিদেশী গোলামীর নিদর্শন স্পষ্ট। স্বাধীনভাবে আমরা আমাদের দেশ ও সমাজকে গড়ে তুলব, এ অনুভূতি যেন আজ লোপ পেতে বসেছে। তিনি বলেন, জাহেলিয়াতের সর্বগ্রাসী অন্ধকারের মধ্যেও একটি দলকে অহি-র বিধানের আলোর মশাল নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি সকলকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার শপথ নিয়ে এগিয়ে চলা কাফেলার সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেনদ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, চৌরাহা আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামীদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুছাদ্দেক হোসাইন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জনাব মুহাম্মাদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর কর্মী মুহাম্মাদ নযরুল ইসলাম।
মাসিক তাবলীগী ইজতেমা
হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ৩১ মার্চ শনিবার : অদ্য বাদ আছর হাটগাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হাটগাঙ্গোপাড়া এলাকার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দালন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হালীম, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আলহাজ্জ আইযূব আলী প্রমুখ।
এলাকা তাবলীগী ইজতেমা
ইসলাম সকল দ্বীনের উপর বিজয়ী
-মুহতারাম আমীরে জামা‘আত
কেশরহাট, মোহনপুর, রাজশাহী ১৫ এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর মোহনপুর থানাধীন কেশরহাট হাইস্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কেশরহাট এলাকার উদ্যোগে অনুষ্ঠিত এলাকা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আল্লাহ তাঁর রাসূলকে পাঠিয়েছিল ইসলামকে সকল দ্বীনের উপর বিজয়ী করার জন্য। অথচ আমরাই আজ ইসলাম ছেড়ে অনৈসলামী দ্বীনের অনুসারী হয়েছি। এক্ষণে আমাদেরকে সবদিক থেকে মুখ ফিরিয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথে ফিরে আসতে হবে। জাতির মুক্তি কেবল এপথেই নিহিত রয়েছে।
যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আন্দালন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেনদ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলী সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যেলা ও এলাকা নেতৃবৃন্দ।