রিয়াদ, সঊদী আরব ২৩শে মার্চ শুক্রবার : মাসিক আত-তাহরীক-এর ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে অদ্য বাদ মাগরিব রিয়াদের বধিয়া এলাকা সংলগ্ন ‘লায়ল আল-নাজদ’ কমিউনিটি সেন্টারে এক পারিবারিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘পাঠক ফোরাম’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘পাঠক ফোরামে’র প্রধান উপদেষ্টা ও ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই। সমাবেশে উপস্থিত ‘সোনামণি’দের মধ্যে ইসলামী জ্ঞান চর্চার কুইজ প্রতিযোগিতা, যুবকদের মধ্যে ‘ইলম অর্জনের গুরুত্ব’ বিষয়ে ইংরেজী ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে ‘ইসলামী জ্ঞান’ বিষয়ে লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সোনামণিদের মধ্যে বিজয়ী হয়েছে যথাক্রমে (১ম) সাইফুল ইসলাম, (২য়) ছালেহ মাহমূদ ও (৩য়) ইউসুফ। যুবকদের মধ্যে যথাক্রমে (১ম) ফারহান, (২য়) সা‘দাত ও (৩য়) তামীম এবং মহিলাদের মধ্যে হয়েছে (১) ছাফী মিল্লাত, (২য়) নাজমা ও (৩য়) হয়েছে রাযিয়া। বিচারক ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সমাবেশে রিয়াদের বিভিন্ন শাখা থেকে ৫০টি পরিবারের শতাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ইউসুফ বিন মুশফিকুর রহমান। সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সঊদী আরব শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান বিন সাঈদ মোল্লা।







আল-‘আওন
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
ইজতেমার অন্যান্য রিপোর্ট
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
মারকায সংবাদ (শিক্ষক প্রশিক্ষণ)
যেলা সম্মেলন : ময়মনসিংহ ২০২২
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
আমরা স্তম্ভিত ও শোকাহত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
আরও
আরও
.