-আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আজি এক্ষণে
তব কথা মনে পড়ে
তুমি যে কেমন জানে না তো মন
তবু বারে বারে স্মৃতিতে পড়ে।
তোমা করি ভয় অতি বিস্ময়
পালাতে পারি না মোটে
হিমাদ্রীর কোলে পারাবার তরে
লুকালে কিবা ঘটে।
পাবে না মুক্তি যদিও যুক্তি
ভক্তিতে ভরপুর
হবে ধরা দিতে যেতে কবরেতে
এতটুকু রবে না দূর।
হবে হবে যেতে রবে না ধরাতে
তব এতটুকু শুধু দাবী
মৃত্যু যন্ত্রণা দিও না প্রভু
আমাকে দিয়ো গো মাপি।
মরণের শেষে যেয়ে নিজ দেশে
শান্তিতে যেন থাকি
মম হৃদি মন করিয়া স্মরণ
আল্লাহকে যেন দেখি।