চল যাই যুবক তরুণ নওদাপাড়ার মাঠেতে,

শুনব মোরা কুরআন-হাদীছ দিন ও রাতে।

হৃদয় মোদের তৃপ্ত হবে শীতল হবে প্রাণ,

শুনতে পাব নির্ভেজাল তাওহীদের আহবান।

দেশ-বিদেশের হাযার হাযার আসবে মুসলমান,

নিয়ে যাবে সবে তারা অহি-র ফরমান।

চল যাই সবাই মিলে রাজশাহীর নওদাপাড়ায়,

জীবন বদলাতে চল যাই তাবলীগী ইজতেমায়।

১০ ও ১১ই মার্চ ২০২২ বৃহস্পতি ও শুক্রবার,

৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমায় যাব সবাই এবার।

খ্যাতনামা ওলামায়ে কেরামের মিলনমেলা সেখানে,

বিধি-বিধান শিখবো মোরা যা আছে দ্বীন ইসলামে।

যাব সবে দলবেঁধে ইজতেমার ময়দানে,

চলব সবাই সারা জীবন অহি-র বিধান মেনে।

সমাজে প্রচলিত যত শিরক-বিদ‘আত ও কুসংস্কার,

সেসব ছেড়ে সবাই মোরা করব আমল সংস্কার।

ইজতেমার ময়দান থেকে শুনব যেসব বয়ান,

মানব সেসব গড়ব জীবন হব সকলকাম।

মুহাম্মাদ আরাফাত ইসলাম

লালবাগ, দিনাজপুর।






আরও
আরও
.