ইউসুফ ইমাম, বেলকুচি, সিরাজগঞ্জ।

ওরে বাংলার মানুষ আর আস্ফালন কর না

এসেছে দেশে মহামারী নাম তার ‘করোনা’।

নভেল করোনা বা কভিড ঊনিশের ভয়াল গ্রাসে

মানবদেহ যাচ্ছে থেমে পরিণত হচ্ছে লাশে।

দিনে দিনে বাড়ছে রোগী বাড়ছে মৃতের অঙ্ক

অসচেতন মানুষের জন্য আর‌ও বাড়ছে আতঙ্ক।

স্বাস্থ্যবিধি সবগুলো আমরা সবাই মানি

নিয়মিত হাত ধুই ব্যবহার করি সাবান পানি।

টিস্যু বা হাত দিয়ে প্রতিহত করব হাঁচি-কাশি

অকারণে ঘরের বাইরে আমরা যেন না আসি।

অযথা হাত দেব না চোখে মুখে নাকে

গুজবে কান দিয়ে মোরা পড়ব না বিপাকে।

সচেতনতা নিয়ে আমরা করব না গোঁড়ামি

মনে রাখব নিজের ও অন্যের জীবন সমান দামি।

এই বিপদে দেখাব সহানুভূতি একে অপরের প্রতি

করব দো‘আ ‘করোনা’ যেন করে না কারো ক্ষতি।






আরও
আরও
.