এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

ইসলামী সংস্কৃতি আজ ভাসমান মেঘের মতো ভেসে বেড়ায়

অনৈসলামী অপসংস্কৃতি তাই জগৎ জুড়ে হেসে খেলায়,

মুসলমানরা বিচ্ছিন্ন আজ তারা সব ঐক্যহীন,

তাই ইহুদী নাছারা অমুসলিমদের হচ্ছে বিজয় দিন দিন।

ইসলাম থেকে আজ আমরা ছিটকে পড়েছি বহু দূর..

চারদিকে তাই মুসলিম নিধনের বেদনা বিধুর সুর।

ইসলাম সবার কাছে বড় তুচ্ছ বর্তমান এ সময়,

অশান্তি তাই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়।

আমার ভাইয়ের লাশের গন্ধে আজ আকাশ বাতাস বিষাক্ত,

কেউ রাখে না খবর ওদের, সবাই নীরব নিতান্ত।

চীন, আফগান, ইরাক ফিলিস্তীনে আমার ভাইয়ের রক্তলাল

বীর খালিদের বীর সেনারা কিসের জন্য ভেড়ার পাল?

হায়েনার দল নানা বাহানায় নিচ্ছে কেড়ে মোদের প্রাণ,

আমার ভাইয়ের তাজা রক্ত দিয়ে করছে ওরা নিত্য স্নান।

নিচ্ছে লুটে যাচ্ছে ছুটে মুসলমানদের স্বাধীন দেশ,

জন্মভূমি স্বর্গ তুমি দাও প্রভু ফের সিংহের বেশ।

দাও বাহুতে আলীর শক্তি ওমরের খোলা তরবারি,

নত হবে না শির, মোরা বীর জয়ী হব তোমার নাম ধরি।






আরও
আরও
.